Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) ড্রেন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে নির্মাণের কাজ বন্ধ করে দিল স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতাড় ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েতের অধীন দেবপুর মাহিনগর রোডের পাশে চাঁদাই মোড় হইতে কামারপাড়া সরানধার পর্যন্ত দীর্ঘ প্রায় ৪০০ মিটার পূর্ব বর্ধমান জেলা পরিষদের তহবিল থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের অভিযোগ, কামারপাড়া এলাকায় মেন রাস্তার পাশে যে ড্রেন নির্মাণ হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের । নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে না সিডুল অনুযায়ী সামগ্রী। এরপরই স্থানীয় মানুষজন ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। গত দু-তিন দিন ধরে বন্ধ রয়েছে ড্রেন নির্মাণের কাজ। যার ফলে এক দিকে যেমন রাস্তায় গাড়ি যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়েছে অন্য দেখে স্থানীয় ব্যবসাদারদের দোকানে খরিদ্দারদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। যা নিয়ে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। অবিলম্বে পূর্ত দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সঠিক মানের কাজের দাবি জানান স্থানীয়রা। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *