Spread the love

The Next Ideation Entertainment নিবেদিত বাংলার প্রথম ছোটদের এ.আই চলচ্চিত্র ‘খেলাঘর বাঁধতে লেগেছি’র ট্রেলার ও মিউজিকের শুভমুক্তি হল

। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, সিনেমার প্রযোজক প্রফেসর রঞ্জন দাস ও পরিচালক শিবাজী দত্ত। অভিনেতা জয় সেনগুপ্ত ও বাসবদত্তা চ্যাটার্জী ছাড়াও এই সিনেমার এক মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা শ্রী পার্থসারথি দেব। এই অনুষ্ঠানে তাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করা হয়। অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতের সত্যিই এক অপূরণীয় ক্ষতি।
খেলাঘর বাঁধতে লেগেছি হল ছোটদের জন্য বাংলার প্রথম এ.আই (Artificial Intelligence) নির্ভর সিনেমা। বর্তমান যুগের নতুন প্রজন্ম ফোন, ল্যাপটপ, এ.আই, এগুলোর ওপর কতটা নির্ভর হয় যাচ্ছে এবং তার ফলে তারা তাদের বাস্তব জগৎ, তাদের মা, বাবা, দাদু-দিদাদের সঙ্গে সময় কাটানো থেকে বঞ্চিত হচ্ছে, এই চলচ্চিত্র তার‌ই এক জীবন্ত সাক্ষ্য, এবং তাছাড়াও থাকছে সত্তরের দশকের সেই পুরোনো গ্রামবাংলা‌‌র স্মৃতি। এবার এই দুটো বিষয় কোথায় গিয়ে যুক্ত হচ্ছে, তার জন্য তো অবশ্য‌ই সিনেমার মুক্তির জন্য অপেক্ষা করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *