Spread the love

সেখ মিলন, 

 মাধ্যমিক পরীক্ষার শুরুর প্রথম দিনেই শোকের ছায়া পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে।শুক্রবার  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর খুড়তুতো দাদা । গুরুতর জখম দিদি। দুর্ঘটনাটি ঘটেছে মুরাতিপুরের বলগোনা গুসকরা রোডের ভাতাড়ের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায়। মৃতের নাম অরিজিৎ ঘোষ ( ২১)। জখমের নাম রিক্তা ঘোষ ‌। বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , মাহাতা হাইস্কুলের ছাত্রী স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে। এদিন  মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী  মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে বাড়ি থেকে বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন পরীক্ষার্থীর খুড়তুতো দাদা অরিজিত ঘোষ ও তাঁর আপন দিদি রিক্তা ঘোষ। মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ বন্ধু-বান্ধবদের সঙ্গে মারুতি ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন । মারুতি ভ্যানের  পিছন পিছন বাইকে চড়ে আসছিলেন তাঁর দাদা ও দিদি ‌। ভাতাড়ের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকা আসতেই বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস ভর্তি লরি সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিটকে পড়েন বাইক আরোহীর অরিজিৎ ও রিক্তা। অরিজিতের মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন ও পুলিশ রিক্তাকে  উদ্ধার করে বর্তমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। ভাতাড় থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম সহ ভাতাড় এলাকা।পথ নিরাপত্তার নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই।

ভাতাড়ে পথের বলি মাধ্যমিক পরীক্ষার্থীর দাদা

সেখ মিলন, 

 মাধ্যমিক পরীক্ষার শুরুর প্রথম দিনেই শোকের ছায়া পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে।শুক্রবার  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর খুড়তুতো দাদা । গুরুতর জখম দিদি। দুর্ঘটনাটি ঘটেছে মুরাতিপুরের বলগোনা গুসকরা রোডের ভাতাড়ের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায়। মৃতের নাম অরিজিৎ ঘোষ ( ২১)। জখমের নাম রিক্তা ঘোষ ‌। বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , মাহাতা হাইস্কুলের ছাত্রী স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে। এদিন  মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী  মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে বাড়ি থেকে বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন পরীক্ষার্থীর খুড়তুতো দাদা অরিজিত ঘোষ ও তাঁর আপন দিদি রিক্তা ঘোষ। মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ বন্ধু-বান্ধবদের সঙ্গে মারুতি ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন । মারুতি ভ্যানের  পিছন পিছন বাইকে চড়ে আসছিলেন তাঁর দাদা ও দিদি ‌। ভাতাড়ের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকা আসতেই বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস ভর্তি লরি সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিটকে পড়েন বাইক আরোহীর অরিজিৎ ও রিক্তা। অরিজিতের মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন ও পুলিশ রিক্তাকে  উদ্ধার করে বর্তমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। ভাতাড় থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম সহ ভাতাড় এলাকা।পথ নিরাপত্তার নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই।

সেখ মিলন, 

 মাধ্যমিক পরীক্ষার শুরুর প্রথম দিনেই শোকের ছায়া পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ে।শুক্রবার  মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর খুড়তুতো দাদা । গুরুতর জখম দিদি। দুর্ঘটনাটি ঘটেছে মুরাতিপুরের বলগোনা গুসকরা রোডের ভাতাড়ের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকায়। মৃতের নাম অরিজিৎ ঘোষ ( ২১)। জখমের নাম রিক্তা ঘোষ ‌। বাড়ি ভাতাড়ের বেরুয়া গ্রামে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , মাহাতা হাইস্কুলের ছাত্রী স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী । তাঁর পরীক্ষা কেন্দ্র এরুয়ার উচ্চ বিদ্যালয়ে। এদিন  মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী  মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে বাড়ি থেকে বাইকে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন পরীক্ষার্থীর খুড়তুতো দাদা অরিজিত ঘোষ ও তাঁর আপন দিদি রিক্তা ঘোষ। মাধ্যমিক পরীক্ষার্থী স্মৃতি ঘোষ বন্ধু-বান্ধবদের সঙ্গে মারুতি ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন । মারুতি ভ্যানের  পিছন পিছন বাইকে চড়ে আসছিলেন তাঁর দাদা ও দিদি ‌। ভাতাড়ের দাউরাডাঙ্গা সংলগ্ন এলাকা আসতেই বিপরীত দিক থেকে আসা একটি এলপিজি গ্যাস ভর্তি লরি সঙ্গে তাদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলেই রাস্তার পাশে ছিটকে পড়েন বাইক আরোহীর অরিজিৎ ও রিক্তা। অরিজিতের মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজন ও পুলিশ রিক্তাকে  উদ্ধার করে বর্তমান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। ভাতাড় থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম সহ ভাতাড় এলাকা।পথ নিরাপত্তার নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *