Spread the love

 বুধবার বর্ধমানে বালি নিয়ে বার্তা দিতে পারেন মমতা? 

মোল্লা জসিমউদ্দিন, 

বুধবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহল মনে করছে – একগুচ্ছ প্রকল্পের সূচনার পাশাপাশি জেলার সার্বিক বিষয় নিয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সাথে তাঁর কথা হতে পারে। জেলার অন্যতম দুই নদী দামোদর ও অজয় নদের বালিলুট নিয়ে সর্তক বার্তা তিনি দিতে পারেন। যেভাবে গত ২০১৪ সালের পর তাঁর মুখ্যমন্ত্রীত্বে শততম প্রশাসনিক বৈঠকে বর্ধমানে হুশিয়ারি দিয়েছিলেন। বিশেষত খন্ডঘোষে তিনজন এলাকাবাসী নিহত পরবর্তীতে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি কে বালিলুটের বিষয়ে অনুসন্ধান করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট,রায়না,খন্ডঘোষ, প্রভৃতি এলাকা বারেবারেই উত্তপ্ত হয়েছে। আগামী লোকসভা নির্বাচনের প্রাক্কালে হানাহানিতে যাতে দলীয় কর্মীসমর্থকেরা না জড়িয়ে পড়ে।সেই বিষয়ে পুলিশ কে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। বুধবার জেলার নবনির্মিত প্রশাসনিক ভবনটি মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি হাসপাতাল, সেতু থেকে গুরুত্বপূর্ণ জেলা সংযোগকারী রাস্তা উদ্বোধনের কথা রয়েছে বুধবার। একইভাবে মেডিক্যাল কলেজ, স্কুল ও রাস্তা সংক্রান্ত অনেক প্রকল্পের শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। মোট ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস  ও ৪৮৯টি প্রকল্পের উদ্বোধনের অপেক্ষায় বুধবার। এই প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারের মোট ১১৯১ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে নবান্ন সূত্রে প্রকাশ । সেই সঙ্গে ওই সভা থেকে মুখ্যমন্ত্রী পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১জন উপভোক্তার হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার সূচনাও করবেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *