Spread the love

ব্যারাকপুরে বেআইনী অটো রুখতে নির্দেশ হাইকোর্টের 

বৈদূর্য ঘোষাল

শুধু নিয়োগ দুর্নীতি মামলায় কড়া হস্তক্ষেপ গ্রহণ নয়, এবার বেআইনী অটোরাজ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনার কে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শুক্রবার ব্যারাকপুর কমিশনারেটের আওতায় চলাচল করা ২৫টি বেআইনি অটো  নিয়ে মামলা চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে । এই মামলার শুনানি শেষে  বিচারপতি ব্যারাকপুরের কমিশনার কে  নির্দেশ দেন, – এই সমস্যা মেটাতে একটা বৈঠক ডাকতে হবে খু তাড়াতাড়ি । এই বৈঠকে থাকবেন আরটিও প্রদীপ মজুমদারও। বৈঠক করে বেআইনি অটোদের তালিকা বার করে, তাদের খুঁজে যথাযথ ব্যবস্থা নিতে হবে’।বিচারপতি এদিন আরও  জানান, -‘ সকলেরই নাম-ঠিকানা নথিভুক্ত আছে, তাই খুঁজে বের করতে অসুবিধা হবে না। যে ২৫ জনের নাম-ঠিকানা ইতিমধ্যেই পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে’। আগামী ৯ জানুয়ারির মধ্যে এদের কে  খুঁজে বার করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি।শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশের উদ্দেশে  বলেন, -‘ পুলিশেরও উচিত আরও সচেতন হয়ে বেআইনি অটোগুলিকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া’।ব্যারাকপুরের আরটিও প্রদীপ মজুমদার এদিন সশরীরে আদালতে উপস্থিত ছিলেন, আরটিও  বিচারপতিকে জানিয়েছেন যে, – ‘৩২ জনকে তাঁরা আপাতত চিহ্নিত করতে পেরেছেন। তার মধ্যে ২ জনের কাছে পারমিশন ছিল, বাকিদের মধ্যে ৫ জন পারমিশন তৈরি করতে দিয়েছে। বাকি ২৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না’।তাদের খুঁজে বের করে পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *