Spread the love

নাকা চেকিং পয়েন্ট থেকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা বাজেয়াপ্ত সহ ধৃত-১

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলার সীমান্তবর্তী এলাকায় জোরকদমে চলছে নাকা তল্লাশি।বাইরের জেলা বা রাজ্য সহ অন্যান্য এলাকা থেকে যেন অবৈধ কোনো কিছু প্রবেশ না করে। সেই সাথে এলাকায় কোনো কিছু ঢোকার প্রেক্ষিতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে নাকা চেকিং থেকে বিশেষ নজরদারি করা হয়।অনুরূপ আজ সোমবার রামপুরহাট থানার পুলিশ নাকা চেকিং করার সময় ১ লাখ ৩৫ হাজার টাকা সহ এক ব্যক্তিকে আটক করেন বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে বীরভূম-ঝাড়খান্ড সীমান্তবর্তী রামপুরহাট থানার অধীনস্থ সুরুচিয়া নাকা চেকিং পয়েন্টে। পুলিশ সূত্রে জানা গেছে নাকা চেকিং করার সময় ঝাড়খন্ড থেকে বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় প্রবেশ করছিল একটি চারচাকা গাড়ি। চেকিং পয়েন্টের মধ্যে গাড়িটি আটকে তল্লাশি অভিযান শুরু করতেই দেখেন টাকার বান্ডিল। যা এই মুহূর্তে নির্বাচন বিধি লাগু হওয়ার জন্য নগদ টাকা নিয়ে ঘোরাঘুরির কারণ দর্শাতে হবে।সে হিসেবে গাড়িতে থাকা ওই ব্যক্তির গাড়ি থেকে নগদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে। যারমধ্যে ২৭০ খানা ৫০০ টাকার নোট পাওয়া গেছে। ধৃত ওই ব্যক্তির নাম ওম প্রকাশ বাজাজ। তিনি কি কারণে নগদ এত পরিমাণ টাকা নিয়ে বীরভূম জেলায় আসছিলেন? তা নিয়ে দেখা দেয় প্রশ্ন।ধৃত ব্যক্তির কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশকে বৈধ কোনো নাথিপত্র দেখাতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর। রামপুরহাট থানার পুলিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সহ ওই ব্যক্তিকে আটক করেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *