Spread the love

 লালনের মৃত্যু মামলায় সিআইডির কেস ডায়েরি তলব হাইকোর্টের,

মুকুল বিশ্বাস,  

শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে বীরভূমের বগটুই কান্ডে মূল অভিযুক্ত লালন সেখের রহস্য মৃত্যু সংক্রান্ত মামলার শুনানি চলে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হেফাজতে বগটুই মামলার অন্যতম অভিযুক্ত লালন সেখের  মৃত্যুর ঘটনায় তদন্ত করছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি । এদিন লালনের মৃত্যু মামলার শুনানিতে সিআইডির  থেকে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট।বিচারপতি জয় সেনগুপ্ত এদিন নির্দেশ দিয়েছেন, -‘ আগামী সোমবারের মধ্যে সিআইডি-কে কেস ডায়েরি জমা দিতে হবে’। তারপর এই মামলার শুনানি হবে হাইকোর্টে বলে জানা গেছে গত ১২ ডিসেম্বর বীরভূমের রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের শৌচাগারে লালন সেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর বীরভূম পুলিশ জানায়, -‘ লালনের আংশিক ঝুলন্ত ছিল দেহ। গলায় ফাঁস লাগা ছিল ঠিকই। কিন্তু লালন শেখের পা মাটিতে ঠেকে ছিল’।লালনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। রামপুরহাটের ওই অস্থায়ী ক্যাম্প ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। তবে গত তিন সপ্তাহের মত সময়কালে  এই তদন্ত কোন পথে এগোল? কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হল? এখন তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে?  এইসব তথ্য কেস ডায়েরিতে দিতে হবে সিআইডি-কে।লালনের মৃত্যু  শুধু বগটুই কান্ড ছাড়াও গরু পাচার মামলার প্রসঙ্গত । পুলিশের ভূমিকা, ভবানী ভবনের কাজকর্ম ইত্যদিকে তুলে ধরা হচ্ছে অন্য মামলায়। ইতিমধ্যেই সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিআইডি। এখন দেখার কেস ডায়েরিতে কী দেয় সিআইডি। তবে সিবিআইয়ের তরফে অভিযোগ আনা হয়েছে যে, লালনের মৃত্যু মামলায় তথ্য বিকৃত করছে সিআইডি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *