Spread the love

কবি ও সাংবাদিক মোল্লা জসিম উদ্দিন একজন নিষ্ঠাবান সমাজ গড়ার কারিগর।। লিখছেন সম্মানীত সাংবাদিক ও রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী স্বপন দত্ত বাউল ——

অক্ষর ভূমির অনুষ্ঠানে কলকাতা নন্দন চত্বরে বাংলা একাডেমী জীবনানন্দ সভা কক্ষের অনুষ্ঠানে শ্রদ্ধেয় মোল্লা জসিম উদ্দিন গুনীজন সংবর্ধনায় সম্মানীত হলেন। সম্মানীত , বহুল প্রসংশিত এবং জনপ্রিয় বাংলার মানুষের কাছে ও সোশ্যাল মিডিয়ায় নেট ওয়ার্ক এ খবরের গ্রুপে , দেশে বিদেশে প্রশংসিত জনপ্রিয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মোল্লা জসি উদ্দিন একজন নিষ্ঠাবান সৎ নির্ভীক সাংবাদিক । হাই কোর্টের আইনজীবী ,আইন ,কোট কেস ও বিচারকের রায় দান নিয়ে লেখা লেখি করেন সাংবাদিক রূপে। এছাড়া বিশিষ্ঠ কবি ও লেখক রূপে সবসময বিভিন্ন অনুষ্ঠানে গুনীজন সংবর্ধনা পেয়ে সম্মানিত হয়ে এগিয়ে চলেছেন জীবনে চলার পথে । মোল্লা জসিম উদ্দিন একজন সমাজ গড়ার কারিগর হয়ে কুমুদ সাহিত্য মেলা প্রতিষ্ঠিত করে সম্পাদকের আসন অলংকৃত করে চলেছেন একনাগাড়ে ১৩ বছর ধরে । সবচেয়ে বড় ভাববার বিষয় এই যে এই কুমুদ সাহিত্য মেলায় আমন্ত্রিত কবি, সাহিত্যিক, শিল্পীদের অংশ গ্রহণ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেন না। অথচ কত মানপত্র পুরস্কার দিয়ে ডেকে ডেকে এনে সম্মান দিয়ে আনন্দিত করে উৎসাহিত করেন কবি, সাহিত্যিক, লেখক, শিল্পি, ও সমাজের গুণীজনদের । জনগণ এগিয়ে এসে সকলে মিলে কুমুদ সাহিত্য মেলা করতে জসিম উদ্দিনের পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে কুমুদ সাহিত্য মেলা কে সফল করে তোলেন। জসীম উদ্দিন বলেন মানুষের আশীর্বাদ ও বুকভরা ভালোবাসা না পেলে আমি এই কুমুদ সাহিত্য মেলা করতে পারতাম না । মোল্লা জসিম উদ্দিনের মানুষকে উৎসাহিত করা ও সম্মান জানানো এমন নিঃসার্থ সমাজ গড়ার কাজকে দেশ বিদেশের কবি সাহিত্যিক সাংবাদিক ও শিল্প অনুরাগী, শিল্প প্রেমী মানুষ সাধুবাদ জানিয়েছেন । জসীম উদ্দীনের কর্ম কান্ড সারা বাংলা , দেশ বিদেশের মানুষের কাছে প্রতিদিন পৌঁছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নেট ওয়ার্ক অন লাইনে WhatsApp , Facebook, ও ইউ টিউব অন লাইনে খবরের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *