Spread the love

সাধন মন্ডল,

মিশন নির্মল বাংলার উদ্যোগে,   বাঁকুড়া জেলা পরিষদের  ব্যবস্থাপনায় বর্জ্য পদার্থ নিষ্কাশন ‘ও তার ব্যবহার নিয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো আজ খাতড়া গুরুসদয় মঞ্চে ।মিশন নির্মল বাংলা’র দ্বিতীয় পর্বের কাজ শুরু করা নিয়ে   বিশেষ আলোচনা হয় শিবিরে। আজকের কর্মশালায় উপস্থিত  ছিলেন খাতড়ার মহকুমা শাসক   মৈত্রী চক্রবর্তী, খাতড়ার  বিডিও  অভীক বিশ্বাস, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি   আনন্দমোহন মাহাতো, রাইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি   সুলেখা মাহাতো, এছাড়াও ‘আমরা সুসম  জলপ্রপাত ‘ নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী এবং  খাতড়া  মহাকুমার আটটি  ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত  প্রধান, নির্মান সহায়ক  ও পঞ্চায়েতের অন্য কর্মীরা। গ্রামীন এলাকায়  বাড়ির আনাজের খোসা, বিভিন্ন আবর্জনা, এবং কঠিন ও তরল বর্জ্য পদার্থের নিষ্কাশন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও  পঞ্চায়েতের মাধ্যমে পচনশীল ও অপচনশীল  এই বর্জ্য পদার্থ গুলিকে সংগ্রহ করে জৈব সার তৈরি  ও   মার্কেটিং করার   বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত আধিকারিক বৃন্দ। বেসরকারি সংস্থার তরফে প্রসূন কান্তি দাস উপস্থিত আধিকারিক ও কর্মীদের কাছে দীর্ঘ আলোচনা করেন। এখানে উল্লেখ্য রায়পুর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুড়ি ধরা গ্রামে এ ধরনের একটি বর্জ্য নিষ্কাশন ও তার ব্যবহার প্রকল্প নিয়মিতভাবে চলছে। প্রতিদিন রায়পুর বাজারে একটি গাড়ি বাজার এলাকার মানুষের দোকানদারদের কাছ থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ গুলি নিয়মিত ভাবে সংগ্রহ করেনিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *