Spread the love

চোলাই মদ পাচার করতে গিয়ে মোটরসাইকেল সহ ধৃত-১ লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে চোলাই মদ নিয়ে পাচারকারীরা বীরভূম সীমান্তবর্তী থানা এলাকার বিভিন্ন গ্রামে বিক্রি করে বেড়াচ্ছে পাইকারি হারে। সেগুলো নিয়ে স্থানীয় লোকজন এলাকায় যেমন বিক্রি করছে কখনো আবার তারাও অন্যান্য গ্রামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছে।লোকপুর থানার বর্তমান ওসি পার্থ কুমার ঘোষ চোলাই মদ বন্ধের ব্যাপারে বিভিন্ন স্তরের মিটিং থেকে শুরু করে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃত্ব সহ সাধারণ মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।সেই মোতাবেক ফলাফল ও পাওয়া যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।অনুরূপ শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ বারাবন জঙ্গল মোড়ে নাকা চেকিং এর কাছে ফাঁদ পেতে থাকে।ঝাড়খণ্ড দিক দিয়ে আগত এক মোটরসাইকেল আরোহী কে আটক করে এবং তল্লাশি চালিয়ে চল্লিশ লিটার চোলাই মদ উদ্ধার করে।কর্তব্যরত লোকপুর থানার এএসআই সত্যেন্দ্রনাথ সাহা চল্লিশ লিটার চোলাই মদ ও মোটরসাইকেল টি বাজেয়াপ্ত করে এবং বাইক আরোহীকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায় ধৃত ব্যক্তির নাম তাপস মন্ডল। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের কুন্ডহিত থানার শিঙ্গারপুর গ্রামে। ধৃতকে শনিবার দুবরাজপুর আদালতে পাঠানো হয় বলে জানা যায়। উল্লেখ্য লোকপুর থানার পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এপর্যন্ত দুটি মোটরসাইকেল, প্রায় দুই শত লিটার অবৈধ চোলাই মদ সহ কয়েকজনকে আটক করে। ধৃতদের সকলকে আদালতে পাঠানো হলে বিচারক সকলকেই জেলহাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর।বিশেষ উল্লেখ্য ধৃতদের বেশিরভাগ ব্যাক্তি ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা এবং ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকেই চোলাই মদ বীরভূম জেলার মধ্যে ঢুকছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *