Spread the love

হে বৈশাখ , হে রুদ্র

নতুনের সাথে পুরাতনের নেই কোন বিবাদ ,
নতুনের আগমনে পুরাতন শুধু বাদ ।
নতুনের ডাকে খুশির বাতাস ,খুশির গান ,
নাচিয়া উঠিয়াছে আমার এ প্রাণ ‌।
হে বৈশাখ , হে রুদ্র কেন এতো অভিমান !
কেন এতো শেষে ?
চৈত্রের হয় অবসান ।

চৈত্রের জীর্ণ শাখে ফুটেছে ফুল ,
বৈশাখ আসিতে করে নাই ভুল ।
পুলকিত বনরাজি ফুলে- ফলে ,
কী গান শুনিয়া যায় নদীর কলতানে !
দখিনা বাতাসে –
ফুলের সনে অলি কানে কানে,
চুপি চুপি বাতাস বহিয়া যায় ‌।
লজ্জায় পাপড়ি ঢেকে অলিরে বুকে জড়ায় ‌।
কোকিল কন্ঠী হয়ে কে ওই
বাজায় বাঁশি !
আজি জগৎ উঠিয়াছে তাই নাচি ।

সুবল সরদার
০১ ০১ ১৪২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *