Spread the love

‘দগ্ধ হৃদয়’

মোল্লা জসিমউদ্দিন,

আমার দিন কাটে রাতের মত
কাটে-না সময়,অফুরন্ত অবসর
স্বর্ণালি অতীত খুঁজে বেড়াই
মরীচিকা মনে শুধুই ছুটি তেপান্তরে।
কত জনই চলে গেল জীবন খাতায়
স্মৃতিটুকু সম্বল, টাইমমেশিন আছে?
অনেক না বলা কথা,অনেক না শোনা কথা
শুনতে চাই – বলতে চাই আমি।
দগ্ধ হৃদয় চিতার আগুনে যেন জ্বলে
সময়ের বেড়াজাল ভাঙতে পারিনি
মহাকাশ – মহাশূন্যে রয়েছে ওরা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *