Spread the love

স্বপ্নদূত,

বানী পাল

মণি_
লোকে আমায় মণি ডাকে
যা সকলের চোখে থাকে,
ঝড় বাদলে আঁধার রাতে
আমি থাকি এক’চালাতে।

একদিন দেখি ঘুমের মাঝে,
দাঁড়িয়ে কেউ রাজার সাজে।

আমি বললাম, কে… কে ওখানে?

স্বপ্নদূত_
আমি… আমি স্বপ্ন দূত, চেনো আমায়?

মণি_
ওই যে, যে ভোরে আসে দিনে হারায়…?
ওই যে সে ইচ্ছে শখের সীমানা ছাড়ায়…?

স্বপ্নদূত_
আমি হলাম সবার মনের আশা
আমি হলাম এক বুক ভরসা…

মণি_
আশা… আশা দিয়ে কি হবে?
ভরসা… ভরসা কে কার পাবে?

স্বপ্নদূত_
আশায় তুমি গড়বে জীবন
মুঠোয় ভরবে বিশ্ব ভুবন,
মানুষের মত মানুষ হবে,
মুক্ত হওয়ায় ফানুস হবে।
সভ্য সমাজ গড়তে হবে,
জ্ঞানের পাঠ পড়তে হবে,
ন্যায়ের ধ্বজা ধরতে হবে,
প্রতিবাদ করে লড়তে হবে।
আধুনিকতার মিশাল হবে,
মনের ঘরটাও বিশাল হবে,
ডানা মেলার আকাশ হবে,
আগামী আলোর আভাস হবে।

মণি_
ওরে বাবা এত্তো কিছু…
আমি এখন ভীষণ ছোটো, ওসব কিছু বুঝিনা ছাই
এক চোখে স্বপ্ন দেখি অন্য চোখে আবার হারাই।

আচ্ছা, স্বপ্নদূত তোমার কাছে আর কি আছে?

স্বপ্নদূত_
নতুন যুগের যন্ত্র আছে,
মানুষ হওয়ার মন্ত্র আছে,
বুক ভরা সংকল্প আছে,
হাজার রঙিন গল্প আছে।
সূর্যমুখীর মাঠ আছে,
খেলনাবাটির হাট আছে,
কুমোর পাড়ার গাড়ি আছে,
পাহাড় চূড়ায় বাড়ী আছে।
রোদ বৃষ্টির দুপুর আছে,
মেঘ বালিকার নূপুর আছে,
নদীর পাশে গ্রাম আছে,
হাঁস মুরগীর নাম আছে।
দিন প্রতিদিন মেলা বসে,
ইচ্ছে পূরণ তারা খসে,
জুঁই টগরের গন্ধ ভাসে,
মধুর আশায় ভ্রমর আসে।

মণি_
শুধু এইসব… আর কিছু নাই

স্বপ্নদূত_
তুমি তো এখন ছোট্ট শিশু,
এতোর পরেও আর কি কি চাই?

মণি_
যা চাইবো তা পারবে দিতে?
দুঃখের বোঝা মাথায় নিতে?

এই যে দেখো, ভীষণ রকম শীত পড়েছে
সবার কষ্ট আবার বেড়েছে।
মায়ের জন্য চাদর আছে?
ঠাম্মা দাদুর আদর আছে?
ভাটায় বাবার কাজ আছে?
বোনের নতুন সাজ আছে?
আমার খেলার বল আছে?
গাছের পাকা ফল আছে?
দুবেলা দুমুঠো ভাত আছে?
মাথার উপর ছাদ আছে?
নিশ্চিন্ত একটা রাত আছে?

জানি, এসব অনেক দামি
স্বপ্নে কিছুই পাইনা আমি…

স্বপ্নদূত_
এসব? এসব তো আজ সঙ্গে নেই
স্বপ্ন তোমার অনেক বড়
আজ আর নয়,এখন আসি
রাত হয়েছে, ঘুমিয়ে পড়।

মণি__
দাঁড়াও দাঁড়াও, যাচ্ছো একি…
প্রশ্ন এখনও অনেক বাকি,
গভীর রাতে ঘুমিয়ে থাকি
আরও কিছুক্ষণ স্বপ্ন দেখি…

স্বপ্নদূত_
আমার এখন অনেক কাজ, সবার চোখেই ঘুরি
রঙ বেরঙের স্বপ্ন এনে শীতের কাঁথায় মুড়ি।

তুমি যেদিন বড় হবে,পূরণ হবে সব
অন্তরে খুব চেষ্টা রেখো, কর্মে কলরব।
যা চাও আজ তোমার চোখে দিয়ে গেলাম এঁকে
স্বপ্ন তোমার সত্যি হবে মিলিয়ে নিও দেখে।

অনেক বড় বাড়ি হবে,
মস্ত একটা গাড়ি হবে,
ভালো ভালো খাবার হবে,
নতুন জামা আবার হবে।
গান বাজনার হল হবে,
জোনাক পোকার দল হবে,
আলো আঁধারি রাত হবে,
ইট পাথরের ছাদ হবে।
দালান কোঠায় ফুটবে আলো,
সবাই তোমায় বাসবে ভালো,
তখন আমি আসবো আবার,
নতুন সকাল আনবো আবার।

মণি_
আমরা অতি ছোটো মানুষ স্বপ্ন হলো প্রতিশ্রুতি

স্বপ্নদূত_
এবার তবে আসি আমি? দাও আমাকে অনুমতি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *