Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,
পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসটি।কেননা আগামী মাসেই পাহাড়ের উন্নয়ন কে সামনে রেখে নুতন দল গড়বেন অনীত থাপা।শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তা জানালেন নিজেই।গোর্খা জনমুক্তি মোর্চার এই নেতা নুতন দল গড়লে পাহাড়ে রাজনৈতিক ময়দান আরও জমজমাট হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। ২০০৭ থেকে গোর্খা জনমুক্তি মোর্চার লড়াই শুরু।২০১৭ সালে পাহাড় উত্তপ্ত হয়।প্রায় সাড়ে তিন বছর আত্মগোপন করে প্রকাশ্যে আসে বিমল গুরঙ।বিনয় তামাং তৃণমূলে রয়েছেন। সাম্প্রতিক বিধান সভার নির্বাচনে ৩ টি আসন পাহাড়ের বন্ধুদের উপর ছেড়ে দেয় তৃণমূল। যদিও দার্জিলিং এবং কার্শিয়াং হেরে যায় গোর্খা জনমুক্তি মোর্চা।ঠিক এইরকম পরিস্থিতিতে অনীত থাপার মত পুরাতন রাজনৈতিক নেতা নুতন দল গড়ে স্বতন্ত্রভাবে পাহাড়ের উন্নয়ন করতে চান বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *