Spread the love

কলকাতা: কত্থক নৃত্য গুরু শ্রীমতী অলোকপর্ণা গুহ দ্বারা পরিচালিত শাস্ত্রীয় নৃত্য প্রতিষ্ঠান পুষ্পক ড্যান্স অ্যাকাডেমির তত্বাধানে ৫ওই মে ২০২৪ , রবিবার , ট্রিপল এ ষ্টুডিও তে শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান “রিয়াজ পিরিয়ডিকালর” আয়োজন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধনে নৃত্য গুরু পারমিতা মৈত্র , আলোকপর্ণা গুহা , অর্পিতা ভেঙ্কটেশ , সৌরভ রায় , কাবেরী সেন , অনুরেখা ঘোষ , দেবযানী চ্যাটার্জি , মোহুল মুখার্জি ও পুষ্পক ডান্স আকাদেমির ছাত্রীরা গুরু বন্দনা গাইলেন ।

উদ্বোধনের পর মূল অনুষ্ঠান শুরু হয় . অনুষ্ঠানে কথক নৃত্য গুরু পারমিতা মৈত্রর শিষ্যা শারদীয়া দত্ত কথক নৃত্যে তিন তাল সোল মাত্রায় সরগম পরিবেশন করলেন। ভরতনাট্যম নৃত্য শিল্পী শ্রাবনী দাসের শিষ্যা দিয়া দেবনাথ ভরতনাট্যম নৃত্যে ত্রীমাতা কৌতুভম এবং কালী কৌতুভম পরিবেশন করলেন। কথক নৃত্য শিল্পী অনুরেখা ঘোষের শিষ্যা দিভ্যানসা বিশ্বাস কথক নৃত্যে কৃষ্ণ ভাজনের উপর “সুন্দর গোপাল” ও শুদ্ধ কথক তিনতাল পরিবেশন করলেন। কথক নৃত্য শিল্পী সৌরভ রায়র শিষ্যা স্মরনয়া দাস কথক নৃত্যে গনেশ স্তূতি ও বিলম্ভিত তিন তাল পরিবেশন করলেন। ভরতনাট্যম নৃত্য শিল্পীদেবযানী চ্যাটার্জির শিষ্যা শিঞ্জিনী চক্রবর্তী ভরতনাট্যম নৃত্যে তাল আদির উপর কৌতুভম পরিবেশন করলেন। ওডিসি নৃত্য শিল্পী কাবেরী সেনের শিষ্যা নিষ্ঠা সিন্হা ওডিসি নৃত্যে আনন্দ -ধ্বনি পল্লবী পরিবেশন করলেন। ওডিসি নৃত্য গুরু অর্পিতা ভেঙ্কটেশের শিষ্যা রীদিতা পাল ওডিসি নৃত্যে রাগ কল্যাণ ও তাল জটি ১৪ মাত্রায় পল্লবী পরিবেশন করলেন। কথক নৃত্য গুরু সন্দীপ মল্লিকের শিষ্যা পরিশি চক্রবর্তী কথক নৃত্যে গনেশ স্তুতি , ঠুমরি পরিবেশন করলেন। ভরতনাট্যম নৃত্য শিল্পী মহুল মুখার্জির শিষ্যা অলিভিয়া সাহা ভরতনাট্যম নৃত্যে রাগম নাট্টাই তে গনেশ বন্দনা পরিবেশন করলেন। অনুষ্ঠানের শেষ প্রস্তুতিতে কথক নৃত্য গুরু আলোকপর্ণা গুহর শিষ্যা সুরজানি দাস কথক নৃত্যে শুদ্ধ কথক নৃত্য পরিবেশন করলেন। অনুষ্ঠানের শেষে সমস্ত শিল্পীদের উপস্থিত নৃত্য গুরুজন রা শিল্পীদের সম্মানিত করেন। পুষ্পক ড্যান্স অ্যাকাডেমির তত্বাধানে “রিয়াজ পিরিয়ডিকালর” ২০২২২ তিকে প্রতি বছর ৪টা পর্বের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *