Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা তৃণমূলের কাজকর্মের সুবিধার জন্য দুই ভাগে ভাগ করে বাঁকুড়া সাংগঠনিক জেলা ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা করা হয়েছে। তাতে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন সিমলাপাল এর লড়াকু নেতা দিব্যেন্দু সিংহ মহাপাত্র ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন বড়জোড়ার আলোক মুখোপাধ্যায় এদিন জেলা তৃণমূল ভবনে তাদের ও সমস্ত ব্লক সভাপতি দের নিয়ে সম্বর্ধনা সভায় দলীয় কর্মীদের কাছে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর তথা বর্ষিয়ান নেতা ও তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী হুঁশিয়ারি বার্তা দিয়ে বুঝিয়ে দেন দলে থাকতে গেলে কোন রকম ব্যবসা ও দুনম্বরী কারবার করা যাবে না যদি কেউ ভেবে থাকেন দলে থাকবো পদে থাকবো আবার দুই নম্বরি কারবার করব তাহলে তাকে দল থেকে সরে যেতে হবে এটাই দলীয় সিদ্ধান্ত দল কোনরকম অন্যায়ের সাথে আপোষ করবে না দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে দলীয় কর্মীদের এক প্রশ্নের উত্তরে বাঁকুড়া সাংগঠনিক জেলার নতুন সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন দলের উর্দ্ধতন নেতৃত্বেরও নির্দেশেই এলাকার উন্নয়নের কাজ হবে। আমার আওতায় চৌদ্দটি ব্লক ও একটি পৌরসভা রয়েছে আমি সমস্ত ব্লক সভাপতি দের নিয়ে দলকে চাঙ্গা করতে বুথ স্তরে কাজ করব।বুথ স্তরে যে ত্রুটি রয়েছে সেগুলি আগে সংশোধন করার চেষ্টা করব। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি আলোক মুখোপাধ্যায় বলেন বিজেপিকে পরাস্ত করাই আমার মূল কাজ। আমরা কাজের মধ্য দিয়েই বিজেপি কে পরাস্ত করব। দলের কিছু নেতার কিছু কুকর্মের জন্য বিধানসভায় আমরা পিছিয়ে রয়েছি তবে বালি, কয়লা ইত্যাদি নিয়ে তোলা আদায় কোন রকমে বরদাস্ত করব না তার এই কথা বলার সাথে সাথেই উপস্থিত দলীয় কর্মীরা করতালিতে ফেটে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *