Spread the love

সুরক্ষা কবচ প্রোগ্রামে বিধায়ক ও সভাপতি

সেখ সামসুদ্দিন, ১৮ মার্চঃ দিদির সুরক্ষা কবচ প্রোগ্রাম আজ জৌগ্রাম অঞ্চলে করা হয়। সুরক্ষা কবচের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ-সভাপতি দেবু হেমরম, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, শ্রীমন্ত সাঁতরা, সুনীল ধারা, জৌগ্রাম অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, রেজাউল হক সহ অন্যান্যরা। প্রথমেই মতুয়া মন্দিরের পূজো দিয়ে সেখানে কর্মী বৈঠক করে চলে যান তারা ইলসরা। সেখানে ইলসড়া স্বাস্থ্য কেন্দ্র এবং ইলসরা উচ্চ বিদ্যালয় যান। সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে তারা কথা বলেন সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ছাত্রছাত্রীরা পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন। এরপর সেখানে তারা কর্মী বৈঠক করে চলে আসেন জৌগ্রাম। সেখানে জৌগ্রাম উচ্চ বিদ্যালয়ে যান তারা। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপরে মধ্যাহ্নভোজন সেরে তারা যান পঞ্চায়েতে। জৌগ্রাম পঞ্চায়েতে গিয়ে সেখানে পঞ্চায়েতি সংলাপ সারেন।সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান সহ সমস্ত পঞ্চায়েতের সদস্য ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *