Spread the love

খায়রুল আনাম,

ইতিপূর্বে তিনি শিতলকুচির গুলি কাণ্ডে তাঁকে ‘ফাঁসিয়ে বলির পাঁঠা করা হয়েছিলো’ বলে মন্তব্য করেছিলেন পুলিশের উর্দি ছেড়ে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হওয়া প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। এবার তিনি মুখ খুললেন এই মুহূর্তে রাজনীতির চর্চ্চায় উঠে আসা শেখ শাহজাহানকে নিয়ে। তিনি স্পষ্টতই বলছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি শেখ শাহজাহানকে। ২০১০-১১ সালে রাজ্যে এই সরকার আসার আগে আমি বসিরহাটের এসডিপিও ছিলাম। তখন সন্দেশখালি থানার বাইরে বসে থাকতো শেখ শাহজাহান। আমি চা খেতে ভালোবাসি। সন্দেশখালি থানার বড়বাবু বলতেন, এই দ্বীপে কিছু পাওয়া যায় না। আমি গেলে বড়বাবু শাহজাহানকে বলেতেন, সাহেব এসেছেন, ভালো চা পাতা আর বিস্কুট এনে দে। শাহজাহান নদী পেরিয়ে গিয়ে চা-টোস্ট নিয়ে আসতেন। বাম আমলে যার এমন দশা ছিলো, যে লোক ইটভাটায় কয়লা সরবরাহ করতো, সেই তৃণমূল আমলে নেতা হয়ে গেল। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলো। এভাবেই বারো বছরে রাজ্যে অন্ধকারের রাজত্ব হয়ে গেল বলে দেবাশিস ধরের উপলব্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *