Spread the love

তৃণমূল কংগ্রেস ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেনা:- ইফতারে অংশ নিয়ে বললেন বিধায়ক

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রাজনগর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে রাজনগর ডাকবাংলোয় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন রাজনগর ব্লকের পাঁচটি অঞ্চলের প্রায় ৩০০ জন তৃণমূল সংখ্যালঘু কর্মী সমর্থকেরা। উপস্থিত সকলেই ইফতার করেন এবং সমবেত ভাবে নামাজ আদায় করেন। এদিন ইফতার পার্টিতে যোগ দেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তৃণমূলের তরফে বিভিন্ন জায়গায় যে ইফতার পার্টি আয়োজিত হচ্ছে তা নিয়ে প্রায়শই কটাক্ষ করেন বিরোধীরা। বিরোধীদের বক্তব্য ইফতার পার্টি তৃণমূলের লোক দেখানো, প্রকৃতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে তারা নেই। এই প্রশ্নের উত্তরে বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান, বিরোধীরা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করলেও তৃণমূল কংগ্রেস ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে না এবং সকল ধর্মের প্রতি তৃণমূল শ্রদ্ধাশীল। এদিনের ইফতার পার্টিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, চেয়ারম্যান সৌমিত্র সিংহ, ব্লক সাধারণ সম্পাদক মহম্মদ শরীফ, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সেখ নাজু, কার্যকরী সভাপতি সেখ কাবুল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
অনুরূপ ভাবে “ধর্ম যার যার উৎসব সবার “- এই কথাকে সামনে রেখে রবিবার খয়রাসোল ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় খয়রাসোল ব্লক তৃনমূল কার্যালয়ে। এদিন ইফতার পার্টিতে খয়রাসোল ব্লকের দশটি পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল সংখ্যালঘু কর্মী সমর্থকেরা উপস্থিত হয়ে ইফতার করেন এবং নামাজ পড়েন। ইফতার পার্টিতে যোগ দেন জেলা তৃনমূল যুব সভাপতি দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি ঘোষ ও শ্যামল গায়েন,ব্লক কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে এবং ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি সেখ জুলফিকার আলী। এছাড়াও ছিলেন সেখ জয়নাল, সপ্তম গোপ,কেনিজ রাসেদ,তরুন তপন ব্যানার্জী,পার্থ সারথি মন্ডল প্রমুখ নেতৃত্ব।একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *