Spread the love

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মীদের জন্য নতুন আবাসনের উদ্বোধন

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মীদের জন্য নতুন একটি আবাসনের উদ্বোধন করলেন উপাচার্য মানসকুমার সান্যাল। সম্প্রীতি নামের চারতলা এই আবাসন তৈরি হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সাহায্য। অবাসনটি তৈরি করতে মোট খরচ হয় ১ কোটি ১৩ লক্ষ টাকা। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আর্থিক অনুদানে শিক্ষাকর্মীদের থাকার জন্য এই আবাসন তৈরি হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা স্বল্প ব্যয়ে পরিবার নিয়ে থাকতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. দেবাংশু রায়, ডি এস ডাবলু ড. রানা ঘোষ, অধ্যাপক সুজয়কুমার মন্ডল, অধ্যাপক নন্দকুমার ঘোষ ও অন্যান্য আধিকারিকবৃন্দ। আবাসনটি উদ্বোধনের পর উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে আরো অবাসন তৈরি করা হবে। যোগাযোগের জন্য পাকা রাস্তাও তৈরি হবে। এছাড়া আবাসনের সামনে খেলার জন্য মাঠ এবং পার্ক তৈরি করার পরিকল্পনা রয়েছে। আইকিউ এসির অধিকর্তা অধ্যাপক নন্দকুমার ঘোষ জানান, বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন এবং প্রশাসনিক কাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা যাতে আরো বেশি সময় দিতে পারেন এইজন্য এই আবাসনের প্রয়োজন ছিল। আগামী দিনে শিক্ষকদের জন্য আরও আবাসন তৈরি করার পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *