Spread the love

সাধন মন্ডল,

পিছিয়ে পড়া শবর জনজাতির সাধারণ মানুষদের বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা পেতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য শবর এলাকাতেই বিশেষ শিবির করলেন সোমবার রায়পুর ব্লক প্রশাসন ঢেকো গ্রাম পঞ্চায়েতের শারসবেদিয়ায় শবরজনজাতি প্রধান গ্রামে এই শিবির অনুষ্ঠিত হলো ।এখানে যাদের যে বিষয়ে শংসাপত্র নেই সেই সমস্ত শংসাপত্র তৈরির যাবতীয় কাজকর্ম সরকারি আধিকারিক রা বসে থেকে করে দিলেন। লক্ষীর ভান্ডার ,বার্ধক্য ভাতা, কৃষি পেনশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখি প্রকল্প গুলির সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে বিশেষ উদ্যোগ নেওয়ায় খুশি শবর জনজাতির মানুষজন থেকে আরম্ভ করে এলাকার মানুষজন। এব্যাপারে রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সরদার বলেন পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শিবির গুলি অনুষ্ঠিত হচ্ছে বাস্তব ভাবেই এই জনজাতির মানুষজনের অনেক রকমের শংসাপত্র নেই যেমন জাতিগত শংসাপত্র, আধার কার্ড ,রেশন কার্ড থেকে আরম্ভ করে প্রয়োজনীয় বেশকিছু শংসাপত্র কাগজপত্র না থাকায় তারা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না থাকেন তাই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তাদের বাড়িতে এসে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার ব্যবস্থা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *