Spread the love

সৌমি মন্ডল,

গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রায়পুর ব্লক ইউনিটের উদ্যোগে রায়পুর কমিউনিটি হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 36 জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগঠনের সভাপতি শঙ্কুরাজ বিশ্বাস বলেন শিক্ষকরা শুধু শিক্ষাদান নয় তার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা দেন
বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে অন্যতম রক্তদান বর্তমান কভিড পরিস্থিতিতে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের চাহিদা তুঙ্গে তাই এই সময়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের বার্তা শিক্ষক মানে তিনি শুধু শিক্ষা দান করবেন না সমাজের ছাত্র-ছাত্রীদের সামাজিক পাঠ দান করবেন। আমাদের দাবি বিদ্যালয়ের শিক্ষক মশাইরা প্রাইভেট টিউশন বন্ধ করে আমাদের মতো শিক্ষিত বেকারদের যে সেন্টারগুলো খোলা হয়েছে সেখানে ছেলেমেয়েদের উপস্থিত হতে সাহায্য করা। সরকার বিষয়টা নিয়ে ভাবলে আমরা বা আমাদের মত অনেক শিক্ষিত বেকার অর্থনৈতিক সংকট থেকে দূরে থাকবে।। সম্পাদক বনমালী শীল বলেন আমরা আছি সমাজের সাথে সমাজের পাশে।সরকার আমাদের কথা একটু ভাবুন।

শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী তথা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম বিশ্বাস শহর এলাকার বিশিষ্ট শিক্ষকবৃন্দ

গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাইপুর ব্লক ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে 36 জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রাইপুর কমিউনিটি হলে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *