Spread the love

সাধন মন্ডল,

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে অবস্থিত রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনার অঙ্গ হিসাবে ২০২১ সালের ১৫ ই জানুয়ারি থেকে ২০২২ সালের ১৫ ই জানুয়ারি অবধি নানা বিষয়ে, নানা ভাবনার আঙ্গিকে এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী সোসাইটি আন্তর্জালিক মাধ্যমে প্রতি বুধবার একটি করে সান্ধ্যবৈঠকের আয়োজন করে চলেছে। পরিকল্পনা মাফিক এইরকম একটি অনুষ্ঠান সম্পন্ন হল গত বুধবার, ২৫ শে আগস্ট তারিখে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মবার্ষিকী স্মরণ ক’রে ও বাঙালির ঝুলন উৎসবের সমাপ্তিতে রাখিবন্ধন উৎসব ঘিরে। অনুষ্ঠানের প্রথমার্ধে দেবব্রত বিশ্বাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কথায় ও গানে যথাক্রমে দেবমাল্য চট্টোপাধ্যায়, অরুণ গঙ্গোপাধ্যায়, গৌতম মুখার্জি ও মাধব অধিকারী। দ্বিতীয়ার্ধে রাখিবন্ধন উৎসবকে কেন্দ্র করে সোসাইটির গুণী শিল্পীজনেরা গান, কবিতা পরিবেশন করেন। পরিবেশনায় ছিলেন পিয়ালি বসু, ইরা সর্বজ্ঞ, মুনমুন রায়, দেবযানী মজুমদার, তনুকা চৌধুরী, মিতা আঢ্য, রূপালী ব্যানার্জি, নমিতা সান্যাল, ইতি সাহা, বিশাখা সোনালী দে। শ্রীমতী সোমা রায় একটি পদাবলী কীর্তন গান গেয়ে শোনান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ও সহ-সম্পাদক ডাঃ অভিজিত ঘোষ। কারিগরি সহায়তায় ছিলেন হিমাদ্রি মুখোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্যা শ্রীমতী ছন্দা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *