Spread the love

মানবতার শব,

প্রণব মাহাত

সভ্যতার লাশ পড়ে আছে নিথর রাজপথের বুকে,
আমার শহরটা বোবা,কালা, অন্ধ সেজেছে…
হেমন্তের নির্বোধ শিশিরে দগদগে রক্তের দাগ…
সভ্য সমাজ জানালার পর্দা টেনে নিজেদের দায় এড়িয়েছে,
নীল চোখা ষোড়শীর কাতর আর্তনাদ ভাসে ভোরের নির্মল বাতাসে,
জিজ্ঞাসার চিহ্ন পথের পাগলিটার চোখে মুখে…
দুহাতে সে নিজের নয়ন মুছে চলেছে অনবরত।

মানবতা ঘুমিয়ে আছে লেপ চাপা নিয়ে শেষ রাতে,
সুখের সোনালী স্বপ্নের জালে জড়িয়ে নিজেকে।
ক্লান্ত কুকুর বসে আছে ঠাঁই দগ্ধ মেয়েটার কাছে,
সারারাত যুদ্ধ করেছে কুকুরটা হায়নাদের সাথে,
তারাও আহত হয়েছে কুকুরের তিক্ষ্ণ দাঁতে,
মেয়েটার কাঁপা কাঁপা হাত এখন সোহাগ করছে দরদী কুকুরটাকে।

যে পাগলিটার ঘর নর্দমার কাছে মোটা পাইপটার নীচে
সেও জেগেছে সারারাত নিপীড়িত মেয়েটার সাথে,
নিজের একমাত্র সম্বল বিছানার ছেঁড়া কম্বল দিয়ে
মেয়েটার লজ্জা ঢেকে দিয়েছে নিজের নোংরা হাতে. …
হায়নার লালসার লালার চিহ্ন স্পষ্ট এখনও মেয়েটার কোমল শরীরে,
ঘুনধরা সমাজের বিকৃত শয়তানদের নখের বিষের দহনের জ্বালা
সহ্য করতে পারছে না অসহায় মেয়েটা আর,
এখনও মেয়েটা পড়ে আছে মানবতার শবের সাথে উলঙ্গ রাজপথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *