Spread the love

মঙ্গলকোটে অসীম দাস খুনে ধৃতের ৮ দিন সিআইডি হেফাজত 

মোল্লা জসিমউদ্দিন টিপু,

  ;রবিবার কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয় মঙ্গলকোটে অঞ্চল তৃণমূল সভাপতি অসীম দাস খুনের মামলায় ধৃত জুয়েল সেখ ওরফে রিপন কে।ধৃতের বাড়ি মঙ্গলকোটের সীতাহাটি গ্রামে।এদিন আদালতে সিআইডির তরফে ১৪ দিন নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হয়।তবে অভিযুক্তের পক্ষে আইনজীবী অনিন্দ চট্টরাজ তীব্র আইনী যুক্তিতে সওয়াল চালান।উভয়পক্ষের সওয়াল-জবাব শোনে বিচারক ৮ দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন।প্রসঙ্গত, ধৃতের কোন আইনজীবী না থাকায় মহকুমা আইনী পরিষেবা কেন্দ্রের নিয়োগে আইনজীবী হিসাবে অনিন্দ বাবু সওয়ালটি চালান।এই খুনের মামলায় ধৃতের সংখ্যা ৬।  সোমবার এই মামলায় মূল সন্দেহভাজন সেখ রাজু কে পেশ করা হবে।দশ দিনের সিআইডি হেফাজতে ছিল এই অভিযুক্ত। তদন্তকারীরা জানতে পেরেছেন -‘ অজয় নদের বেআইনী বালিঘাটে নিয়ন্ত্রণ নিয়ে এই খুন’।  লাখুরিয়ার বেশকিছু বেআইনী বালিঘাটে যাওয়ার রাস্তা এই রাজু নিজ খরচে গড়েছিলেন। যা পরে প্রভাবশালীরা হাতিয়ে নেয়।এই বিবাদ থেকেই লাখুড়িয়ার অঞ্চল তৃণমূল সভাপতি অসীম দাস খুন বলে দাবি স্থানীয়দের।গত ১৩ জুলাই খুন হয়েছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি  অসীম দাস। প্রথমে এই মামলার তদন্তে স্থানীয় থানা,পরবর্তীতে জেলা পুলিশের সিট। সর্বশেষ সিআইডি তদন্তভার নেয় এই মামলার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *