Spread the love

২০ টি শিশু অপহরণে অভিযুক্ত তালিবান 

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়
এবার তালিবান বিরোধী যোদ্ধাদের পরিবার থেকে ২০ টি শিশু কে অপহরণের অভিযোগ তালিবানদের বিরুদ্ধে। এইরকম খবর জানিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।২০ টি শিশু কে অপহরণ করে তালিবান বিরোধী যোদ্ধাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তালিবান বিরোধী শক্তি কে কবজা করতে এইধরনের ঘৃণ্য কাজ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পঞ্জশির এলাকায় এই ঘটনা বলে জানা গেছে। হিন্দুকুশ পর্বতের পাদদেশে থাকা পঞ্জশির বরাবরই তালিবান বিরোধী এলাকা হিসাবে পরিচিত। আটের দশকে সোভিয়েত বিরোধী লড়াই চলতো এখানে।বর্তমানে আহমেদ মাসুদের বাহিনীর সাথে তালিবানদের চোরাগোপ্তা লড়াই চলছে।এখানে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লা সালেহ আশ্রয় নিয়ে রয়েছেন। তিনি একদা গেরিলা বাহিনীর নেতা ছিলেন এখানকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *