Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

বাঁকুড়া বন বনবিভাগের উদ্যোগে পিরোরগাড়ি বনাঞ্চলের পরিচালনায় নেতুরপুর প্রাথমিক বিদ্যালয় এর সহযোগিতায় বিশ্ব পৃথিবী দিবস সারা দেশের সাথে জঙ্গলমহলের নেতুরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ।অরণ্য বাঁচাও বন্যপ্রাণ বাঁচাও, জঙ্গলে আগুন লাগানো বন্ধ হোক, বন্য প্রাণী হত্যা বন্ধ হোক এই লেখার প্লেকার্ড হাতে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা বৃন্দসহ পিরোরগাড়ি বনবিভাগের আধিকারিক সহ বনকর্মী এবং নেতুরপুর বন সংরক্ষণ কমিটির সভাপতি অমূল্য রতন পন্ডা মিছিলে অংশ নেন ।এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সামনে পৃথিবী দিবস নিয়ে বিশদ বক্তব্য রাখেন পিরোর গাড়ি বনাঞ্চলের বন আধিকারিক বিউটি মল্লিক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল এছাড়া বন সংরক্ষণ ও গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথা বলেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শৌণক পন্ডা ।এছাড়া এদিন বিদ্যালয় প্রাঙ্গণে 15 টি ফল ও বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করা হয়। আজকের অনুষ্ঠান সম্পর্কে ধনো আধিকারিক বিউটি মল্লিক বলেন ছাত্রছাত্রীদের মধ্যে এই নিয়ে সচেতনতা বাড়াতে পারলে সমাজে অনেকটা সচেতনতা প্রসাদ ঘটবে বলে আমাদের বিশ্বাস কারণ আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশু বয়সেই যদি তাদের মনের মধ্যে বনসৃজন এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার পাঠদেওয়া যায় তাহলে সেগুলি আগামী দিনে তাদের পাথেয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *