Spread the love

বিবর্ণ দোল

নীতা কবি মুখার্জী

বসন্তের এই মিঠে হাওয়ায় এলো রে খুশীর দিন,
পলাশ, শিমূল রাঙিয়ে দিলো, মন হলো রঙিন।

দোল খেলবো, দোল খেলবো, দোল খেলবো আজ,
রাধাকৃষ্ণের মিলন হবে, সাজ রে সবাই সাজ।

ফাগের রঙে উঠলো রেঙে ছোটবড়োর মন,
সবাই যে আজ কাছের মানুষ, সবাই আপনজন।

মিষ্টি মুখের বহর দেখো! হচ্ছি যে তাজ্জব!
ছোট শিশুর মতন সবাই করছে কলরব।

নিগৃহীত, অবহেলিত সবাই এসো ভাই,
ফাগের রঙে রাঙিয়ে মন রঙিন হয়ে যাই।

এতো পবিত্র দোলের হাওয়াকে কে করলো কলুষিত?
নর-খাদকের দলেরা সব হচ্ছে উচ্ছ্বসিত!

চারিদিকে আজ একি হাহাকার? রক্তবন‍্যা বয়!
সুন্দর এই পৃথিবীটা আজ হলো যে বেদনাময়!

ধর্ম মানে তো সহনশক্তি, এক সূতোয় ধরে রাখা,
সেই ধর্মের জিগির তুলে বিভৎস নরক দেখা।

ক্ষমতালিপ্সা, ধর্মান্ধতা ,অসাম‍্যের পরিবেশ,
মানব জীবনে ফাগের খুশী হয়ে গেছে নিঃশেষ।

মানুষ হিসাবে লড়াই করবো, হবেই ন‍্যায়ের জয়,
দোলের হাওয়ায় আসবে খুশী, আসবেই নিশ্চয়।

রাধাগোবিন্দের চরণে তাই এই প্রার্থনা করি,
সকলকে আপন করে নিয়ে যেন দোল খেলতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *