Spread the love

বাঁচতে চাই,

চুমকি চ্যাটার্জ্জী

শ্যাওলার পিচ্ছিলে হারিয়ে পৃথিবীর উলঙ্গ লাশ !
মৃত্যুহীন প্রাণের চাউনি !!
নগ্নতা ছাপিয়ে গেছে অভিজাত্যের এ্যাডভেঞ্চারে ৷
রক্ত চোষা ড্রাগনের একটানা হ্যাংলা বায়না ৷
অ্যানিমিয়ায় ভোগা একদল কর্মচারী।
ফাঁসি কাঠের আসামীর শেষ ইচ্ছা , হুজুর
বাঁচতে চাই আমি ….. !!

খোলা বাতাস সুন্দরী রমনীর মতো এলোচুলে নিজেকে করেছে আরো আকর্ষণীয় ৷
ডাকছে বসন্তের প্রেম নিবেদনে ….
যেন মহুয়ার নেশার মত সব কিছু ধোঁয়া ধোঁয়া ৷

কিন্তু ভাত কোথায় ??
গনগনে রৌদ্রে ভাত ফোটার টগবগ আওয়াজ ৷
কোথায় ভাত ??
বড়লোকের বাসমতি চাল তখন কাঁচের বাহারী প্লেটে হাসছে ৷
অবসন্ন জড়া ক্লান্ত দেহে তখন ছুটির পাহাড় ৷
বেতনের মাত্র সিকি ভাগে চাল , ডালের হাহাকার ৷
প্রহনের মতো গ্রাস করেছে জীবনের ছন্দটাকে ৷
জ্বলছে তুষের আগুন উদরের গহ্বরে ….

একটু বাঁচতে চাই …
খোলা আকাশে
আলো ঝলমলে রোদ্দুরে গা ভাসিয়ে জোয়ারের গাঙে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *