Spread the love

মোল্লা জসিমউদ্দিন ,

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গণে অবস্থিত রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনার অঙ্গ হিসাবে ২০২১ সালের ১৫ই জানুয়ারি থেকে এক বৎসরব্যাপী নানা উপলক্ষ্যে, নানা বিষয়ে, নতুন নতুন ভাবনার পরিচায়কস্বরূপ এই ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী সোসাইটি আন্তর্জালিক মাধ্যমে প্রতি বুধবার একটি করে সান্ধ্যবৈঠকের আয়োজন করে চলেছে। সেইরকম ভাবনার একটি রূপায়ন হল গত বুধবার, ১লা সেপ্টেম্বর তারিখে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র ক’রে। রবীন্দ্ররচনা ও রবীন্দ্রভাবনার সাথে শ্রীকৃষ্ণ ও রাধা বিষয়ক তত্ত্বের মেলবন্ধনকে তুলে ধরা হয় অনুষ্ঠানে। “তুই মম মাধব – কহে ভানু তব দাস” এই শীর্ষক পর্বে ‘গানঘর’ সংস্থার পরিচালনায় নিবেদিত হয় গীতিনাট্য – অংশগ্রহণে ছিলেন রঞ্জিনী মুখোপাধ্যায়, কেয়া নাগ, দীপাঞ্জনা ঘোষ, দেবাংশু মুখোপাধ্যায়, প্রীতম চক্রবর্তী; ভাষ্যপাঠে ছিলেন সোসাইটির সদস্যা শ্রীমতী বুলা বাগচী। জন্মাষ্টমী উৎসবের মূলমন্ত্র, মূলসুরের সাথে পরিচয় করিয়ে দেন ইস্কন কলকাতা থেকে নিতাই দাস প্রভু। সুললিত কণ্ঠে কীর্তন পরিবেশন করেন কীর্তনীয়া অনিল ভট্টাচার্য্য; একটি মীরার ভজন গেয়ে শোনান সদস্যা শ্রীমতী মালবিকা বসু। অরিত্র দাশগুপ্ত সঙ্গীত পরিবেশন করেন। কৃষ্ণ জন্মোৎসব উপলক্ষ্যে নৃত্য পরিবেশন করেন ‘গুঞ্জন’ সংস্থা, পরিচালনায় মৌসুমী গাঙ্গুলি। কেরালা ঘরানার প্রাচীন শৈলীতে সমৃদ্ধ “মোহিনী নাট্যম” পরিবেশন করেন গার্গী নিয়োগী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়; কারিগরি সহায়তা দান করেন হিমাদ্রি মুখার্জি। অনুষ্ঠান শেষে সোসাইটির তরফে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য তরুণ মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *