Spread the love

পূর্ব বর্ধমান রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ৩৫ তম বার্ষিক সম্মেলন

সেখ সামসুদ্দিন, ২ সেপ্টেম্বরঃ পূর্ব বর্ধমান রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ৩৫ তম বার্ষিক সম্মেলন হচ্ছে মেমারি উত্তর সোমেশ্বরতলাপাড়ার রামকৃষ্ণ সারদা সেবা মন্দির প্রাঙ্গনে। ২-৩ সেপ্টেম্বর দুই দিনের সম্মেলন চলছে। এই সম্মেলনে বেলুড় মঠের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন স্বামী আনন্দময়ানন্দজী মহারাজ, সম্মেলন সভাপতি স্বামী একব্রতানন্দজী মহারাজ, সহ-সভাপতি স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ, স্বামী বিদিতানন্দজী মহারাজ, যুগ্ম আহ্বায়ক স্বামী কেবলানন্দজী মহারাজ, বাসুদেব রায়, আহ্বায়ক সরোজ দাস, কো-অর্ডিনেটর অজয় সাহা, প্রদীপ কুমার সু, প্রিয়বন্ধু মাঝি, দেবাশীষ মিত্র সহ জেলার রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সকল সংগঠনের দুইজন করে স্থায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন। সকাল ১০ টায় পরিষদের পতাকা উত্তোলন করেন সভাপতি মহারাজ ও স্বদেশ মন্ত্র পাঠ করান সমবেতভাবে। পরে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজীর ছবিতে মাল্যদান করেন মহারাজগণ। পরিষদের মুখপত্র ‘বিবেক কথা’ পত্রিকা প্রকাশ করেন সভাপতি মহারাজ সহ উপস্থিত মহারাজগণ এবং সমবেতভাবে সংকল্প পাঠ করান। উদ্বোধনী সংগীত পরিবেশনের পর স্বাগত ভাষণ দেন আয়োজক প্রতিষ্ঠানের সম্পাদক প্রদীপ কুমার সু। পরে রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, প্রারম্ভিক ভাষণ দেন সভাপতি মহারাজ। বিগত ষান্মাসিক সম্মেলনের বিবরণী পাঠ ও সভার সম্মতি অর্জন আহ্বায়ক, সদস্যদের নিজ নিজ পরিচয় প্রদান সহ বিগত ছয় মাসের সদস্য আশ্রম সময়ের লিখিত রিপোর্ট পাঠ করা হয়। প্রসাদ গ্রহণের পর সংগীত, শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ, পরিষদের হিসাব পেশ ও অনুমোদন, প্রকাশ্য ধর্ম সভা ও ভক্তিমূলক সংগীত পরিবেশন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচিতে ভোরে মঙ্গলারতি, মন্দিরে সমবেত ভাবে জপ ও ধ্যান ও সঙ্গীত, প্রভাতফেরী, যুব পরিষদের সভা, সংগঠনিক আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠান রাখা হয় বলে জানান মেমারি রামকৃষ্ণ-সারদা সেবা মন্দির প্রতিষ্ঠানের সম্পাদক প্রদীপ কুমার সু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *