Spread the love

দরিদ্রতা কে সাথে নিয়ে উচ্চমাধ্যমিকে দশম নেহা নাসরিন,

পারিজাত মোল্লা , মন্তেশ্বর,
 উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান করে নিয়েছে  পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনের ছাত্রী নেহা নাসরিন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়  তার প্রাপ্ত নম্বর ৪৮৯।  দর্শন ও ভূগোলে একশো নম্বর করে পাওয়ার পাশাপাশি অন্যান্য বিষয় গুলিতেও নব্বইয়ের ঘরে নাম্বার রয়েছে তার। নেহার বাড়ি শুশুনিয়া পঞ্চায়েতের ভোজপুর গ্রামে। বাবা সহর  আলি মল্লিক ভান্ডারডিহি তে একটি চালকলের কর্মী। মা  রেজিনা বিবি সাধারণ গৃহবধূ ।নেহার বাবা জানান , -“যে কটা টাকা মাইনে পাওয়া যায় সংসার চালাতে খরচ হয়ে যায়। বেসরকারি ব্যাংকে লোন নিয়ে  কোনরকমে ছেলেদের পড়াশোনা টিকিয়ে রাখা হয়েছে। বিষয়ভিত্তিক প্রাইভেট টিউটর থাকলেও কোনো চাপ ছিল না। যখন কেমন সামর্থ্য বেতন বাবদ দিয়েছি  । পাশাপাশি স্কুলের শিক্ষক মহাশয়েরাও অনলাইন ক্লাস করাতে নিয়মিত। বাড়ি বাড়ি খোঁজখবরও নিয়েছেন। নেহার স্বপ্ন কম্পিউটার বিষয় নিয়ে উচ্চশিক্ষা” । কিভাবে মেয়ের পড়াশোনার খরচ যোগাবেন  তা নিয়েই   চিন্তিত হয়ে পড়েছেন বাবা সহর আলী মল্লিক।  শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ বলেন,- ”  খুবই কষ্টের মধ্যে ছেলেমেয়েদের মানুষ করছেন ওই ব্যক্তি। পঞ্চায়েত যথা সম্ভব তার পাশে থাকবে”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *