Spread the love

কবি প্রনাম,

             দিলীপ রঞ্জন ভাদুড়ী।

আজ তোমার জন্মদিন
আসবে নাকি ফিরে,
দেখবে তুমি লোকের ভীড়ে,
ছেড়ে যাওয়া নিজের নীড়ে!
অতি ভোরে উঠবে সবাই
গাইবে তোমার গান,
প্রভাত ফেরী ঘুরবে পথে
উঠবে কলতান।
চেয়ার পেতে ফটো রাখবে
হবে মাল্য দান
গানের ডালি উঠবে সেজে
হবে নানান গান
সাথে চলবে ধারা ভাষ্য পাবো নানান জ্ঞান।

তুমি হলে বিশ্বকবি
জগৎ ব্যাপী নাম,
বিশ্বভারতী তোমার গড়া
সেটাই তীর্থ ধাম।
সেখানে কেউ নেই যে ভালো
হয়না পড়াশুনা,
আশ্রমিকদের মনের ব্যাথা
শুনতে নাকি মানা!
ছাত্রাবাসে গলায় দড়ি
কেন দেয় ছাত্র?
কারো চোখে জল থাকে না
অনুশোচনা লেশ মাত্র।
খোলা আকাশ,মুক্ত মঞ্চ
ছাতিম তলায় ক্লাস
এসব এখন হয়েছে অতীত
পড়বে দীর্ঘ স্বাস।
উপাচায্য শুনছি এখন
নিজের গৃহেই বন্দী,
ঝগড়া ঝাঁটির নেইকো শেষ
আন্দোলন নাকি জঙ্গি!
সব দিকেই প্রাচীর এখন
নেই যে খোলা মেলা,
তবুও এবার তোমার পুজোয়
থাকবে বরণ ডালা।
তবুও এসো বিশ্বকবি
দিও নতুনের ডাক,
যত সব বিভেদ প্রাচীর
সব ভেঙে যাক।
*** ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *