Spread the love

এবার পুজোয় উত্তর শহরতলির বরানগরে এলেই দেখা যাবে সিকিমের নামচির চারধাম মন্দির।

সতীন সেন সংসদ পরিচালিত ৭৪ তম বর্ষের ন ‘ পাড়া সম্মিলিত দুর্গোৎসবের ভাসমান মণ্ডপ ( জলের পূজো ) এবার চারধাম মন্দিরের আদলে নির্মিত হচ্ছে।অতীতে মায়াপুরের ইস্কন মন্দির, লন্ডনের অ্যালবার্ট হল, কন্যাকুমারীকার বিবেকানন্দ রক,কর্ণাটক বিধানসভা, রাজস্থানের বৌদ্ধ মন্দিরের অনুকরণে মণ্ডপ দর্শকদের নজর কেড়ে ছিল। এবার প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পাল( কুমারটুলি) মণ্ডপ সজ্জায় মা শীতলা ডেকরেটার্স ( ভাটপাড়া ) আলোকসজ্জায় সাহা ইলেকট্রিক ( শ্যামনগর )।
বিভিন্ন দিনে পুজো মণ্ডপে উপস্থিত থাকবেন সৌগত রায়, ডাক্তার শান্তনু সেন, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, তাপস রায়, অপর্ণা মৌলিক।
কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সতীন সেন সংসদের পক্ষ থেকে এবারের পুজোর নতুন পরিকল্পনার কথা ঘোষণা করা হয়।উপস্থিত ছিলেন খোকন দাস, রাজীব কর, বিশ্বজিৎ বর্ধন, অসীম ঘোষ, কুন্তল চন্দ, সুনীল গুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *