Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২০ ডিসেম্বর ২০২১। শারদীয়া উৎসব এবং দুর্গা মায়ের পুজো নিয়ে বাঙালি তথা বিশ্ববাসীর আনন্দ ও উদ্দীপনার শেষ নেই। অনন্তকাল ধরেই এই পাঁচ দিনের উৎসব বিশ্ববাসীর কাছে মিলন উৎসবে পরিণত হয়ে ওঠে। কলকাতার দুর্গোৎসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে সারাবছর ধরেই প্রস্তুতি চলতে থাকে আর সেই কারণেই ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে, যার মাধ্যমে ৩৩১ বছরের পুরোনো শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম ধর্মীয় উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।
এহেন সুখবর এবং আনন্দের ঘটনাকে স্মরণ করে কলকাতার দুর্গাপুজোপ্রেমী`র সদস্য – শ্রী দেবর্ষি রায় চৌধুরী (সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে), শ্রী সনাতন দিন্দা (শিল্পী), শ্রী প্রসূন (রাণী রাসমনির পরিবার থেকে), শ্রী মল্লার ঘোষ (সংগীত পরিচালক), শ্রী ভবতোষ সুতার (শিল্পী), শ্রী শাশ্বত বসু (হাতিবাগান সর্বজনীন), শ্রী সায়ন্তন মৈত্র (স্থপতি), মধুছন্দা সেন (ফটোগ্রাফিক কিউরেটর) এবং সোমনাথ দাস (লেক পলি, সন্তোষপুর) সমবেতভাবে কলকাতাবাসীদের আহ্বান জানালেন আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে অনুষ্ঠেয় এক পদযাত্রায় যোগ দেবার জন্য। ওই পদযাত্রা একাডেমি অব ফাইন আর্টস থেকে শুরু হবে।  দুপুর ২ টায়। পদযাত্রা শেষ হবে এসপ্ল্যানেড-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *