Spread the love

আদিবাসী সমাজের কুসংস্কার দূরীকরণে কাউন্সেলিং

সেখ সামসুদ্দিন, ২৬ অক্টোবর সারা বাংলা যেখানে একাদশীর দিনে পুজো মণ্ডপ পরিদর্শন অথবা বিসর্জনের আনন্দে মাতোয়ারা, ঠিক সেই সময় আদিবাসী পাড়ায় চলছে আদিবাসী সমাজের মানুষের কাউন্সেলিং। আদিবাসী সমাজে থাকা কুসংস্কার সহ নানান সামাজিক ব্যাধি দূরীকরণে মুখ্য ভূমিকা নিয়েছেন সমাজসেবী সরকার মান্ডি। প্রতি বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় তার বাড়িতে সভা ও ব্যক্তিগত কাউন্সেলিং, যা রাত্রি বারোটা – একটা পর্যন্ত চলে এবং পরের দিন দুপুর পর্যন্ত মানুষজনের ভিড় থাকে। বহু দূর দুরান্ত থেকে মানুষজন আসে যার মধ্যে আছে ঝাড়খন্ড, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলার মানুষ। এদিন প্রায় দেড় শতাধিক মানুষ এসেছিলেন।এখানে সরকার মান্ডির ব্যবস্থাপনায় থাকে রাতে ও দুপুরে আহারের ব্যবস্থা। তার মূল উদ্যোগ আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে চলা। তাদের মধ্য থেকে ডাইন প্রথা সহ কুসংস্কারগুলি দূর করতে যেমন সচেষ্ট তেমনি তাদের স্বাস্থ্য-শিক্ষা মদ-গাঁজা ছাড়াতে, বাল্যবিবাহ রোধ সহ নানান বিষয়ে। রোগ হলে, সাপে কাটলে ওঝা বা ঠাকুর বাড়ির স্মরণাপন্ন না হয়ে বিজ্ঞান মেনে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ, স্কুলে গিয়ে পড়াশোনার পরামর্শ দেন। আদিবাসী সমাজে মূর্তিপূজা নয়, প্রকৃতি পূজায় বিশ্বাসী। তিনি পরামর্শ দেন যে কোনো দেবতার পুজোর আগে জন্মদাতা পিতা মাতাদের প্রতি যত্নশীল হওয়া বা তাদের পূজা করতে পরামর্শ দেন। তার এই কর্মকাণ্ড দেখতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারত যাকাত মাঝি পারগানা মহলের রাজ্য কমিটির সদস্য সুধীর মুর্মু। সরকার মান্ডি একধারে সমাজসেবী অপরদিকে আদিবাসী গানের বেতার শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *