Spread the love

অতঃপর আমরা প্রেমিক হলাম

নার্গিস পারভীন

অতঃপর
আমি ভালোবেসে ফেললাম,
ফেরানোর মতো দৃঢ়তা বা দুঃসাহস
বুকের স্থাবরে খুঁজে না পেয়ে–
নিজেকে সমর্পণ করলাম
তার নীল চোখে,
সবুজ ঘাসের গালিচা পাতা লোমশ বুকে
আর প্রস্ফুটিত গোলাপের মতো নরম ঠোঁটের পাপড়ি দ্বয়ে,
বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধের মত
ঘ্রাণ পেতে
নাকের ডগায় স্থাপন করলাম ঘর্মাক্ত তাকে।

অতঃপর
তাকে ভালোবেসেই ফেললাম,
ভালোবাসার নেশা মাদকের চেয়েও
তীব্র আসক্তির, তাই হয়তো
নিজের অজান্তেই প্রেমিক হলাম!
তার সবটুকু নিয়েই এখন আমার পৃথিবী–
রচনা করলাম সুরম্য একটা প্রেম নীড়,
মাথার ওপর খোলা আকাশ,
দেওয়াল জুড়ে দিগন্তের সবুজে আলপনা,
স্রোতাস্বিনি নদী,
কিছু ঘাসফুল–
রূপকথার রাজ্যপাটে।

অতঃপর
উপেক্ষা করলাম সব শাসন বাঁধন,
ঔদার্য কণ্ঠের স্লোগানে স্লোগানে
পৃথিবীকে জানিয়ে দিলাম
তার প্রাপ্তির কথা,
দুই সত্তার এক হৃদয়ে একাকার হওয়ার
নিদারুণ সুবাসিত ঘ্রাণ,
উতলা আকাশ মাটির নির্বন্ধন সুচিতায়
নদীর বুকে পানশি ভেসে যাওয়ার কথা,
দিনরাত্রির বিরামহীন পথচলায়
অনেক না বলা কথার বুক ছুঁয়ে
স্রোতের প্রতিকূলে চলা–

অতঃপর
আমরা জন্ম-জন্মান্তরের প্রেমিক হলাম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *