Spread the love

অগোছালো

ববি সরকার

সব মেয়ে গোছালো হয় না,
কিছু কিছু মেয়ে অগোছালো থাকে।
তাদেরকে গুছিয়ে নিতে পারার মধ্যে থাকে কোনো এক পুরুষের একবুক গর্ব।

সব মেয়ে দুঃখ পেলেও কাঁদেনা, কিছু কিছু মেয়ে হাসি দিয়ে দুঃখ লুকায় এবং অন্যকে খুশি রাখতে চেষ্টা করে আজীবন।
তাদের হাসিকে ব্যঙ্গ না করে সেটা তাদের যোগ্যতা বা শক্তি ভাবার মধ্যে থাকে কোনো এক পুরুষের একবুক ভালোবাসা।

সবাই ভালোবাসে কিন্তু সবাই সবার হৃদয় বোঝেনা।

অগোছালো মেয়েদের হৃদয় অনেক বেশি স্পর্শকাতর হয়‌ যাকে সহজেই ছুঁয়ে যাওয়া যায়।

যেসব মেয়েরা কাঁদেনা তাদের মধ্যে সবথেকে বেশি কান্না জমে থাকে। তাকে বাইরে আসতে বাধ্য করতে নেই ,কারণ সে একার জন্য হাসেনা সবার জন্য হাসে ।সে জানে তার কান্না পেলে তার কাছের মানুষেরাও ভিজে যাবে তাতে।

সব মেয়ে কৌতুক বা ফাজলামি করতে পারে না, কিছু কিছু মেয়ে পারে।
যারা পারে তারা জানে জীবনটা তার।
সে ভেঙে পড়লে কেউ তাকে তুলে ধরতে আসবেনা।
তাই নিজের জন্য তাকে একটা নিজস্ব জগৎ গড়ে নিতেই হবে।যেখানে সবাই তাকে কাঁদানোর চেষ্টা করলেও শেষ হাসিটা সে হাসবেই।

কোনো মেয়ে যদি সবসময় তোমাকে হাসানোর চেষ্টা করে সেটাকে তুমি তার ভালোবাসা ভাববে নাকি তার ফাজলামি সেটা তোমার ব্যাপার কিন্তু
তাই বলে তাকে আঘাত দিয়ে কাঁদানোর চেষ্টা করোনা। বহু আঘাত বহু কষ্টের পর যে হাসতে শিখেছে তাকে আর কাঁদানো যায়না।
যে হাসতে জানে সেই হাসাতে জানে।যে ভালো থাকতে জানে সেই ভালো রাখতে জানে।

নিজের জায়গায় বসে অন্যকে বিচার করতে যেওনা।যে যেভাবে আছে তাকে সেভাবেই থাকতে দাও।
তোমার হয়তো ধারণার নেই কথায় কথায় কাঁদার থেকে সবকিছু হেসে উড়িয়ে দেওয়া কতোখানি কঠিন কাজ।।
~~~
অবশেষে বলতে চাই ——-

আমি বড়ো অগোছালো মেয়ে,
কথার মাঝে জীবন খুঁজি, স্বল্প আলাপ পেয়ে।
গল্প করি খোশ মেজাজে ভুলতে সকল শোক,
হাসি দিয়ে হাসাতে থাকি হাসিতে সারাই রোগ।
ঝগড়া বিবাদ মান অভিমানের নিত্য করি ঘর
লাগলে ভালো সঙ্গে রেখো থাকবো জীবনভর।
বাস্তবতা ভীষণ বুঝি ,কল্পনার দৌড় কম,
হেলায় হারাইনি কখনো কিছু, নেই হারানোর দম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *