Spread the love

সাধন মন্ডল,

সারেঙ্গা গোবিন্দপুর জেন্টস ক্লাবের আয়োজনে ও পরিচালনায় সারেঙ্গা মিশন ময়দানে অনুষ্ঠিত হলো এক দিবসীয় মহিলা কবাডি টুর্নামেন্ট। সকাল থেকে টানটান উত্তেজনায় খেলাগুলি অনুষ্ঠিত হয় ।বিকেলে চূড়ান্ত পর্যায়ের খেলাটি তে অংশগ্রহণ করে সিমলাপাল রেহান সেভেন স্টার বনাম রুদ্রা মহিলা কাবাডি টিম। চূড়ান্ত পর্যায়ের খেলায় সিমলাপাল রেহান সেভেন স্টার রুদ্রা মহিলা কাবাডি দলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ।আজকের খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা থানার পুলিশ অফিসার প্রসেনজিৎ বারুই, সারেঙ্গা বনবিভাগের বন আধিকারিক সুরজিৎ কুমার মজুমদার,অবসরপ্রাপ্ত শিক্ষক আদিত্য কুমার মিশ্র ,মেরি সর্দার, অরুণ মান্ডি অভিজিৎ রনদিভে সহ বিশিষ্ট খেলা প্রেমী মানুষজন । মোট ১৬ টি মহিলা কবাডি টিম এই খেলায় অংশগ্রহণ করে । । খেলা শেষে জয়ী ও বিজয়ী টিম দুটির হাতে ট্রফি তুলে দেন সারেঙ্গা থানার পুলিশ অফিসার প্রসেনজিৎ বারুই ও বন আধিকারিক সুরজিৎ কুমার মজুমদার , ট্রফির সাথে সাম্মানিক হিসাবে তুলে দেওয়া হয় ৪০০০/- হাজার ও ৩০০০/- হাজার টাকা । এই খেলায় ওম্যান অফ দা ম্যাচ হয় বিজয়ী টিমের বর্ণালী বাস্কে । আজকেরখেলা প্রসঙ্গে প্রসেনজিৎ বাবু বলেন আমি বাঁকুড়া থেকে সারেঙ্গাতে আসারপর দেখলাম খেলাধুলা এখানে উৎসবের মতো ।খেলা লেগেই আছে যেমন মহিলাদের ফুটবল, কাবাডি ভলিবল ইতাদি । খেলাতে মেয়েরাও যে পিছিয়ে নেই তা দেখে আমার ভীষণ ভালো লাগছে । অন্য দিকে সুরজিৎ বাবু বলেন আমার জীবনে প্রথম দেখাএই মহিলা কাবাডি খেলা ,আমি গর্ব করে বলতে পারি যে বাঁকুড়াতে মহিলারা যে এত সুন্দর খেলছে আমাদের মুর্শিদাবাদ এ এত ভালো টিম নেই ,মেয়েরাও যে খেলতে পারে তারা আজ আর পিছিয়ে নেই তার এটাই প্রমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *