Spread the love

সেখ সামসুদ্দিন, , জামালপুর, 
 সোমবার জামালপুরের ঝাপানতলা ইউনাইটেড ক্লাবের পরিচালনায় স্বর্গীয় অমিয় কিস্কু ও স্বর্গীয় কার্তিক মুরমু স্মৃতি চ‍্যালেঞ্জ কাপ একদিবসীয় আদিবাসী ফুটবল  প্রতিযোগিতা হলো  ঝাপানডাঙা ফুটবল মাঠে। মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, জেলা জাহের থান ট্রাস্টের সহস ভাপতি লসো হেমরম, জেলা জাহের থানের সেক্রেটারী গাঙ্গাল কিস্কু, আবুজহাটী ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান আসরফ আলি, প্রাক্তন ফুটবলার ও কোচ নাসির আহমেদ, ঝাপানডাঙা পরেশনাথ বিদ‍্যামন্দিরের ক্রীড়া শিক্ষক মনোজ কোমার সোম, জামালপুর থানার ডিআইবি অফিসার সুকুমার মাঝি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিনের খেলায় মঞ্চে সঞ্চালনা করেন আবুজহাটী বাণী বিদ‍্যাপীঠ উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক বাপী কিস্কু। চ‍্যাম্পিয়ন টিমকে নগদ ২৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স টিমকে ২০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। দেবু টুডু বলেন -‘আদিবাসী সমাজ সর্বত্র পিছিয়ে থাকলেও ফুটবলেএগিয়ে আছে এবং এগিয়ে থাকবে। প্রধান বলেন এই মাঠে মোহনবাগানের দুই প্রাক্তন খেলোয়াড় উজ্জ্বল হাওলাদার ও রাম মালিক এবং ইস্টবেঙ্গলের জিতেন মুরমু আজকের প্রতিযোগিতায় মাঠে নেমে খেলছেন, যারা এক সময় বাংলর সব মাঠ কাঁপিয়েছে’। ক্লাব সভাপতি অমিত টুডু ও সম্পাদক শিবু টুডু বলেন -‘ স্বর্গীয় বৈদ‍্যনাথ টুডু স্মৃতি পুরস্কার হিরো সাইকেল ম‍্যান অব দ‍্য সিরিজ যিনি হবেন তিনিই পাবেন’। এই প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে সরেন একাদশ কুসুমগ্রাম বনাম কিস্কু একাদশ মন্তেশ্বর। উদ‍্যোক্তাদের মধ‍্যে প্রাক্তন সহ সম্পাদক বাবুলাল টুডু জানান -‘ট্রাইবেকারে ফয়সালা না হওয়ায় টসে চ‍্যাম্পিয়ন হয় কিস্কু একাদশ এবং রানার্স সরেন একাদশ’। ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ কিস্কু একাদশের দীপঙ্কর হাঁসদা, ম‍্যান অফ দ‍্য সিরিজ তারক হেমরম, বেস্ট গোলকিপার সরেন একাদশের শ্রীকান্ত সরেন, বেস্ট ডিফেন্স রানা, বেস্ট প্লেয়ার তুষার সরেন, সর্বোচ্চ গোলদাতা কিস্কুর চিকু সরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *