Spread the love

কম্পিত হৃদয়

মানস কুমার পান্ডা

ভয়ঙ্কর মারণ ভাইরাসের দাপটে এখনও গা ছমছম করে
ডেঙ্গির আতঙ্ক এখন দিকে দিকে ত্রাহি ত্রাহি রব ধরে ।
ক্ষুদ্র একটি মশা আজ মানুষের কেড়ে লয় প্রাণ
এই বিপদ থেকে উদ্ধারের নাই কি পরিত্রাণ ?
জমা জলে জন্ম লয় হাজার হাজার মশা
সেই মশার কামড়ে আজ মানুষের এমনই দুর্দশা।
মশা হতে উদ্ধার পেতে রাতে মশারী টাঙানো চাই
ডেঙ্গির আক্রমণ থেকে বাঁচার এছাড়া কোন উপায় নাই ।
মশারী ছাড়া বহু মানুষ রাতে শুয়ে থাকে
টের পায় তখনই তারা যখন পড়ে বিপাকে।
গরীব দুঃখীর মশারী কেনার নাই তাদের সাধ্য
পয়সা ওয়ালা শহুরে মানুষ ওরা বড়ই অবাধ্য ।
যত্রতত্র দীর্ঘদিন অনেকে জমা রাখে জল
তারই ভয়ঙ্কর পরিণতির পায় হাতে নাতে ফল ।
কত মানুষের প্রাণ গেল ডেঙ্গির আক্রমণে
হাসপাতালের বিছানায় শুয়ে কত হাজার জনে ।
ঝোপঝাড় জমা জল হল মশার আঁতুরঘর
সাফাই করতে হবে সবাইকে অতি সত্বর ।
সচেতন না হলে দেশে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াবে মশা
কেড়ে নেবে কত মানুষের প্রাণ এই ভয়ঙ্কর সর্বনাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *