Spread the love

১২ সদস্যের কাউন্সিল গড়ছে তালিবান

গোপাল দেবনাথ
দেশ চালাতে ১২ সদস্য নিয়ে কাউন্সিল গড়ছে তালিবান নেতৃত্ব। এই কাউন্সিলে থাকছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। গত ১৫ আগস্টের পর থেকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে তালিবান। গণতন্ত্র নয় ইসলামিক শরিয়ত আইনে দেশ চালাতে বদ্ধপরিকর তালিবান নেতৃত্ব। ইতিমধ্যেই ১২ জনের মধ্যে ৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ছাড়া রয়েছেন ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রেকান্সিকিয়েশনের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ, তালিবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বরাদর, মুজাহিদ কমান্ডার গুলবুদ্দিন হেকমতিয়ার,  প্রাক্তন আফগান মন্ত্রী হানিফ আতমর, তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব, হাক্কানী নেটওয়ার্ক এর খলিলুর রহমান হাক্কানী। গত ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হানার পর শুরু হয় কোয়েটা শুরার শাসনভার।যা বালুচিস্তানের কোয়েটা শহরে শুরু হয়।এখন যা সারা দেশে কার্যকর হতে চলেছে তালিবানের হাত ধরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *