Spread the love

হাইকোর্টে সন্দেশখালি মামলায় যুক্ত হতে চান ‘ফেরার’ শাহজাহান 

মোল্লা জসিমউদ্দিন, 

সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে  সন্দেশখালি মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন করতে চান ‘ফেরার’ শেখ শাহাজাহান। এদিন সিঙ্গেল বেঞ্চে  তাঁর আবেদন, “আমার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।” কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আবেদন শাহাজাহানের আইনজীবী’র। ‘কেন সেখ শাহাজাহান আত্মসমর্পণ করছ না।’ প্রশ্ন  বিচারপতি’র। মামলায় অন্তর্ভুক্ত হতে আবেদন করুন আইন মেনে, পরামর্শ দেন বিচারপতি।রাজ্যের আইনজীবী কে বিচারপতি বলেন -‘  মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে সুবিচার দিন’।  এর প্রতুত্তরে রাজ্যের আইনজীবী বলেন -‘  এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতা করছে না ইডি। ৩ আক্রান্ত ইডি অফিসারের বয়ান/ তথ্য প্রয়োজন। ইডি কোনও সাহায্য করছে না’।  উল্লেখ্য, গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী – পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিক্সায়  করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।এই ঘটনায় বেশ কয়েকটি মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে পুনরায় শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *