Spread the love

হাঁসখালির নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ রাজ্য কে 

জ্যোতিপ্রকাশ মুখার্জি

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নদিয়ার হাঁসখালির নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিলো  রাজ্য সরকারকে।এদিন  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, -‘ সুপ্রিম কোর্টের ২০১৮ সালের ‘সাক্ষী নিরাপত্তা স্কীম’- এর নির্দেশ মতো দ্রুত কার্যকর করতে হবে।যত দিন না তাই করা যাচ্ছে, ততদিন রাজ্যেকে নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে’। এর পাশাপাশি, রাজ্যকে দায়িত্ব নিতে হবে পরিবারের মানসিক সুস্থতা এবং কাউন্সেলিংয়ের ব্যাপারেও বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট ।নিরাপত্তার স্বার্থে হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের নির্যাতিতার পরিবারের সদস্য এবং সাক্ষীদের নাম ও পরিচয় বদলে ফেলার আবেদন করা হয়েছিল হাইকোর্টে। আবেদনকারী পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি এদিন এজলাসে জানান ,- ‘ যেভাবে এঁদের  ভয়ভীতি  দেখানো হচ্ছে তাতে নিরপত্তার জন্যই তাঁদের নতুন নাম-পরিচয় দেওয়া প্রয়োজন। তারপর তাঁদের রাজ্যের সুরক্ষিত কোনও জায়গায় রাখা প্রয়োজন। হাঁসখালি-কাণ্ডের সাক্ষী এবং নিহত নাবালিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করার দরকার’। আমেরিকার আইনের উদাহরণ দিয়ে তিনি সওয়াল করেছিলেন যে, শুধুই পুলিশি সুরক্ষা দেওয়া নয়, সাক্ষীদের পরিচয়ও গোপন রাখাও কি নিরাপত্তা সুনিশ্চিতের মধ্যে পড়ে। তাই নির্যাতিতার পরিবারের সদস্য এবং ঘটনার সাক্ষীদের নাম, পারিবারিক পরিচয়, পেশা, ঠিকানা সব কিছু গোপন রাখার প্রয়োজন’ । এইসব শুনে কলকাতা হাইকোর্ট হাঁসখালির নির্যাতিতার পরিবার ও  সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্য কে নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *