Spread the love

সোদপুরে চিত্রপ্রদর্শনী সার্থক,
দীপঙ্কর সমাদ্দার : সোদপুর, এইচ,বি, টাউন এ মৈত্র নিকেতনে ১৯ থেকে ২১ শে ডিসেম্বর 2021, তিন দিনব্যাপী অনুষ্ঠিত হলো এক বিরাট চিত্র প্রদর্শনী।। এই প্রদর্শনী ভির ছাপিয়ে গেল কলকাতার যে কোনো আর্ট গ্যালারি থেকে।। ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যাপক ইন্দ্রজিত সিনহা র আয়োজনে সমগ্র পশ্চিমবঙ্গের মোট ৫৪ জন চিত্রশিল্পীর মোট ৯৫টি ছবি দিয়ে সাজানো হয়েছিল আর্ট গ্যালারি ।। সমগ্র সাজসজ্জা পরিবেশন দেখে বলা যায় কলকাতার যেকোনো বড় আর্ট গ্যালারি থেকে এই প্রদর্শনী কোন অংশেই কম নয় ।।প্রদর্শনী উন্মোচন করেন প্রখ্যাত চিত্রশিল্পী বিমল ভট্টাচার্য, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শিল্পীদের মঙ্গল কামনা করেন প্রখ্যাত চিত্র সমালোচক মৃণাল ঘোষ, বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত চিত্রশিল্পী দীপক চন্দ।। ইন্দ্রজিৎ বাবু জানালেন চিত্রশিল্পী হতে গেলে সবাইকে যে আর্ট কলেজ থেকে পাশ করতে হবে তার কোনো মানে নেই ,এই প্রদর্শনীতে বহু ভালো ছবি এসেছে যারা গতানুগতিক অংকন শিক্ষা না নিয়েও অসাধারণ ছবি এঁকে মানুষকে অবাক করে দিয়েছে।। এ প্রদর্শনীর আরও চমক হল বহু শিল্পী জীবিকার তাগিদে বর্তমানে ছবির সাথে কোন সম্পর্ক রাখতে পারিনি কিন্তু ইন্দ্রজিৎ বাবুর অনুরোধে আবার তুলি ধরেছেন এবং পুরনো শিল্প ভাবনাকে জাগিয়ে অসাধারণ ছবি এঁকেছেন।। সবথেকে ভালোলাগার বিষয় হলো যেটা ৯৫টি ছবির মধ্যে চোদ্দটি ছবি বিক্রয় হয়েছে।। চিত্রজগৎ কে অনেকটা উৎসাহিত করল, এটাই প্রমাণিত হল এখন অনেক শিল্প প্রেমী মানুষেরা শুধুমাত্র শিল্পির প্রশংসাই করেননা ,ছবি কিনে নিজের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেন।। শিল্পীদের আঁকা ছবি উৎসাহিত করেন অর্থাৎ যে যতই অর্থ খরচ করে বাড়ি করুক না কেন বাড়ির দেওয়ালের এক বা একাধিক হাতে আঁকা ছবি না টাঙ্গালে সে বাড়ি উচ্চমানের প্রশংসা পায় না ।।প্রদর্শনীতে ইন্দ্রজিৎ বাবু র ছবি ছাড়াও উল্লেখযোগ্য শিল্পী উত্তম কুমার দে, ঋষিকেশ রায়, করুনা প্রসাদ, নীলাঞ্জনা রায় চৌধুরী ,রিঙ্কু অধিকারী দে, মৌবনি বিশ্বাস, সমর্থ সাহা, সায়ক সিনহা , নবমিতা দে, সৌমেন ভট্টাচার্য,র ছবিগুলি নজর কেড়েছে। কারণ ছবিগুলিতে মাধ্যম টাই বড় কথা নয়, ছবির বিষয়বস্তু অসাধারণ ।।ছবি যে সব সময় আকারে বড় হতে হবে তার কোন মানে নেই, ছোট্ট ছবি কিন্তু তার বিষয় বস্তু অসাধারণ , ছবি গুলি মানুষের হৃদয়গ্রাহী হয়েছে।। বেস্ট অ্যাওয়ার্ডের সম্মান পেলেন সমর্থ সাহা।। নীলাঞ্জনা রায় চৌধুরীর ছবিগুলো এতটাই সুন্দর শুধু দর্শক নয় শিল্পীদের মধ্যেও প্রশংসার ঝড় তুলেছিল।। প্রদর্শনীর শেষের দিন ইন্দ্রজিৎ বাবু প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে সম্মাননাপত্র ও উপহার দিয়ে সম্মানিত করলেন ।।এদিন উপস্থিত জনগণ একসাথে দাবি তুললেন প্রতিবছর এই প্রদর্শনী করতেই হবে তার জন্য প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এককথায় ইন্দ্রজিৎ বাবুর প্রচেষ্টা সর্বাত্মক সার্থকতা লাভ করল ।।ইন্দ্রজিৎ বাবুর প্রচেষ্টা কে সম্মান জানাতে চিত্র প্রিয় এক দর্শক এর পক্ষ থেকে ইন্দ্রজিৎ বাবু ও তাঁর সহধর্মিনী কে উপহার দিয়ে সম্মানিত করলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *