Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বাঁকুড়া জেলা যোগ এসোসিয়েশন এর পরিচালনায় ও সংঘের ব্যাবস্থাপনায় ৩৯তম জেলা যোগাসন প্রতিযোগিতা গান্ধী বিচার পরিষদের হল ঘরে অনুষ্ঠিত হলো । জেলার বিভিন্ন এলাকা থেকে ১৫টি প্রতিষ্ঠানের মোট ১৯৮জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ‌বিশিষ্ট সমাজসেবী দিলীপ আগর ওয়াল। উপস্থিত ছিলেন দুটি সংগঠনের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ ও উজ্জ্বল গঙ্গোপাধ্যায়। প্রতিযোগিতার উদ্বোধন করে বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক ডাক্তার অমিতাভও চট্টরাজ বলেন যোগ চর্চা শরীরকে সুস্থ রাখতে পারে ।যোগের মাধ্যমে ভারতবর্ষের মুনি-ঋষিরা অনেক সাফল্য লাভ করেছেন ।আমাদের সুস্থ থাকতে গেলে যোগ অভ্যাস একান্ত প্রয়োজন ।নিয়ম করে প্রতিদিন এক ঘন্টা যোগা করা দরকার।সংগঠনের সম্পাদক রবীন মন্ডল জানান, করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ দিন যোগাসন চর্চা বন্ধ‌ থাকার পর আবার সমস্ত নিয়মিত ভাবে চালু হয়েছে। সেজন্য এবছর প্রতীযোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।৫টি বিভাগে যারা প্রথম হয়েছে যথা সায়ন পাল,ঐশিকী নন্দী,রতনদীপ সরকার,নিশা রুদ্রর, রুদ্রপ্রতাপ সিনহা, হিয়া পারভিন ,সূর্য কর্মকার, পুস্পিতা মাল, বিপ্রতীপ ব্যানার্জী, প্রীতি শীট
বিকেলে পুরস্কার বিতরণ করেন পৌর প্রশাসক মন্ডলীর ভাইস-চেয়ারম্যান গৌতম দাস ও সংগঠনের কর্মকর্তা গণ । প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে ক্লাব প্যারাডাইস, সোনামুখী। সকলের সহযোগিতায় প্রতিযোগিতা সুন্দর ভাবে সম্পন্ন হয়। এবারের যোগাসন প্রতিযোগিতা টি 39 তম যোগাসন প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *