Spread the love

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো বাংলা ও হিন্দি কবি সম্মেলন

কাজল মিত্র :- ৭৩তম প্রজাতন্ত্র দিবসের মত সুন্দর দিনে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় হিন্দুস্তান কেবেলসের শ্রমিক মঞ্চে মধ্যে অনুষ্ঠিত হয় বাংলা ও হিন্দি কবি সম্মেলন।যেখানে হিন্দি ও বাংলা ভাষায় এলাকার বহু কবিরা কবিতা পাঠ করেন।যেখানে কবি সম্মেলনে মুখ্য রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শুচিস্মিতা উপপাধ্যায়,মুখ্য সঞ্চালক ভোলা সিং,সম্পাদক সুবীর মিত্র,পঞ্চায়েত প্রধান রানু রায়,সুভাষ মহাজন সহ আরো অনেকে।
এই অনুষ্ঠান প্রসঙ্গে সভাপতি শুচিস্মিতা উপপাধ্যায় বলেন এক বছর আগে সালানপুর তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক মঞ্চের পথ চলা শুরু হয়েছে আজ এমন এক সুন্দর দিনে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়ো জন করা হয়েছে।এবং আগামী দিনে আমাদের ইচ্ছা আরো বড় বড় অনুষ্ঠান করা ও বারাবনি বিধান সভা জুড়ে কবি সম্মেলন করা।
এই প্রসঙ্গে সম্পাদক সুবীর ধর জানান আজকের কবি সম্মেলনে প্রায় ৩৫জন কবি বাংলা ও হিন্দি কবিতা পাঠ করেন।এত কবিদের মন বল বৃদ্ধি পাবে।এবং আমরা চেষ্টা করবো তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক মঞ্চ থেকে আরো বড় বড় অনুষ্ঠান করার।আজ কবি সম্মেলনে কবিতা পাঠ করেন কবি মধুরিমা দাস,কবি রাজারাম যাদব,কবি ,সূর্য প্রাসাদ পন্ডিত,কবি মাহমুদ আলম,কবি দিলীপ কুমার সিং,কবি মুক্তা ঘোষ,কবি দীপঙ্কর পাল সহ প্রায় ৩৫ জন কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *