Spread the love

সরকারি আবাসনে দখলকারী অবসরপ্রাপ্তদের সরতে হবে; হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন
সরকারি আবাসন গুলিতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের একাংশ জবরদখল করে থাকেন বলে অভিযোগ। তাদের উচ্ছেদ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডালের ডিভিশন বেঞ্চে উঠে এই মামলা।সেখানে আদালত পরিস্কার ভাবে জানিয়ে দেয় – ‘ সরকারি আবাসনে দখল করে থাকা যাবেনা অবসরপ্রাপ্ত কর্মীদের কে’। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৯ নভেম্বর। এদিন সুপ্রিম কোর্টের একটি রায়কে উদ্ধৃত করে  হাইকোর্ট জানায়, -‘একজন সরকারি কর্মচারী অবসরের পর খুব বেশি হলে পাঁচ বছর আবাসনে থাকতে পারেন। তার মধ্যে তাঁর বিকল্প মাথা গোঁজার ঠাইয়ের বন্দোবস্ত করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, এ রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পর তাঁর পরিবার বছরের পর বছর ধরে আবাসন দখল করে রয়েছেন’। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো  হয়, – ‘  গত শুনানির পর থেকে আজ পর্যন্ত রাজ্যে ১৯১টি পরিবারকে আবাসন থেকে সরানো হয়েছে’ । এই পরিসংখ্যান শোনার পর আদালত রাজ্যের উদ্দেশে বলে , -‘এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন? কেন আদালতকে সব বলে দিতে হবে? সরকারের কাজটা তাহলে কী?’ মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, – ‘পশ্চিমবঙ্গ সরকারের একটি পলিসি রয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যদি আবাসনে থাকতে চান তাহলে তা তিনি পারেন। তবে তাঁকে ওই এলাকার বাজার দর অনুযায়ী ঘরভাড়া  দিতে হবে। ভর্তুকি তিনি পাবেন না।’ আদালত এই অর্ডার দেখতে চাইলে রাজ্যের তরফে তা এদিন অবশ্য  পেশ করতে পারেনি। আদালত নির্দেশ দিয়েছে আগামী ২৯ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।তখন  রাজ্য সরকারকে এই সরকারি  পলিসির  অর্ডার আদালতে পেশ করতে হবে। এরপর আদালত চুড়ান্ত নির্দেশ দেবে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *