Spread the love

লোকপুরের বামুনিবহাল গ্রামে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খয়রাসোল ব্লকের লোকপুর থানার বামুনিবহাল গ্রামে
স্থানীয় সমাজসেবী ননীচোরা মন্ডল ও দুলালী মন্ডলের উদ্যোগে এবং তাদের পুত্র বিদ্যুৎ মন্ডল, পুত্রবধূ সরস্বতী মন্ডলের যৌথ পরিচালনায় এবং স্থানীয়দের সহযোগিতায় এখানে একটি বজরঙ্গবলি মন্দির নির্মাণ করা হয়েছে । শনিবার এই মন্দিরে ভোলানাথ, বজরংবলী ও গ্রহরাজের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় মহা ধুমধাম সহকারে। এই উপলক্ষে স্থানীয় শাল নদী থেকে ১০৮ জন মহিলা ১০৮টি কলসে বারি ভরে মন্দিরে নিয়ে আসেন এবং এরপর বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা পাঠ, হোম যজ্ঞ ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়। এই বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে আজ এখানে গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত সমস্ত ভক্তদের মহাপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয় দুপুরে।এদিন উপস্থিত ছিলেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধীবর, স্থানীয় সমাজসেবী সুকুমার নন্দী, রাজু মন্ডল, দীপক শীল, উজ্জ্বল দত্ত, সহ বহুবিশিষ্ট জনেরা। স্থানীয় গ্রামবাসী হিসেবে নিরোজ বাগ্দী, শ্রীমন্ত বাউরি,রাজেস মন্ডল,গৌতম মন্ডল,অসিত রায় সহ উপস্থিত সকলের উৎসাহ,উদ্দিপনা ও আতিথেয়তা ছিল চোখে পড়ার মতো। আজকের এই অনুষ্ঠানের বিষয়ে বিদ্যুৎ মন্ডল ও সরস্বতী মন্ডল জানালেন বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে বিস্তারিত কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *