Spread the love

লক্ষ্মীকান্তপুরে সম্প্রীতির মিলন উৎসব 
নিজস্ব প্রতিনিধি  

লক্ষীকান্তপুরে পাঁচদিনব্যাপী রাবার  খেলা ও সম্প্রীতির মিলন উৎসব চলছে। দক্ষিণ ২৪  পরগনা জেলার মন্দিরবাজার ব্লক এর দাদপুর দুর্লভপুর গ্রামে আমরা কজন সংঘের উদ্যোগে ৫ দিন ব্যাপী ঐতিহাসিক রাবার বল, রক্তদান, হাডুডু এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে । দুর্লভপুর আমরা কজন সংঘের পরিচালনায় রবার বল প্রতিযোগিতা প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার এক টাকাসহ আকর্ষণীয় ট্রফি। দ্বিতীয় পুরস্কার ৩৫ হাজার এক টাকা সহ ট্রফি! তৃতীয় ও চতুর্থ পাঁচ হাজার একটাকা ও টফি। রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় শতাধিক  স্বেচ্ছায় রক্ত দান করেন।সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে আকর্ষণীয় রূপসজ্জা,কাওয়ালী সহ বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন’প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনে’র রাজ্য সভাপতি সিয়ামত আলী, তিনি বলেন -‘ আজকের এই খেলা প্রমাণ করে এই বাংলা সম্প্রীতির বাংলা দীর্ঘ দুই বছর মানুষ ঘর বন্দী হওয়া ফলে আজকের খেলা এই মিলন উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষার পাশাপাশি শরীরচর্চাও খুব গুরুত্বপূর্ণ রাখে । আমাদের মধ্যে এই মিল বন্ধন অটুট থাকুক। কোন অপশক্তি সাম্প্রদায়িক শক্তি যেন আমাদের কে ভেদাভেদ সৃষ্টি না করতে পারে সেদিকে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নজর রাখার আহ্বান জানায়’।এছাড়া উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের সম্পাদক শিক্ষক জাকির হোসেন মোল্লা। তিনি বলেন -‘ বিগত দুই বছর যাবত লকডাউন করোনাভাইরাস এর মধ্যে মানুষ গৃহবন্দি ছিল সেই গৃহবন্দি এবং মানসিক ভারসাম্য কি কাটিয়ে উঠতে আমরা ক’জন সংঘের পরিচালনায় সম্প্রীতি উৎসব আয়োজন করেছে আন্ত আনন্দ এবং উৎসবের বিষয়’। এই রকম সম্প্রীতির খেলাধুলা অনুষ্ঠান এই মুহূর্তে করনা বিধি মেনে  করার দরকার বলে মনে করেন।এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক হালদার সভাপতি সাইফুল্লাহ মোল্লা নুর উদ্দিন মোল্লা ও আলমগীর বৈদ্য সহ সভাপতি মহিদুল বৈদ্য সম্পাদক আজগর আলি হালদার ,মন্টু দর্জি ,তরিকুল মোল্লা, রবিউল হক ,রাজু হালদার দাদপুর মাদ্রাসার সভাপতি শফিউল্লাহ হালদার ,সানাউল্লাহ ,পিয়ার আলি ,সমিম উদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *